আন্তর্জাতিক

‘ছয়’ নয়, বাংলাদেশের নতুন দলের শীর্ষপদ বাড়তে পারে : সূত্র

Not 'six', top positions in Bangladesh's new party may increase: Source

Truth of Bengal: গতবছর ‘জুলাই আন্দোলনে’ উত্তাল হয়েছিল গোটা বাংলাদেশ। আর সেই অংশগ্রহণকারীদের নিয়েই নাকি নতুন দল গঠন পদ্মাপাড়ে! জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারি দলের নাম ঘোষণা হওয়ার কথা। এমনটাই দাবি খবর সূত্রের। তবে, এর মাঝেই দলের কাঠামো নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কে কোন পদে থাকবেন, এই নিয়েই বিতর্ক দেখা গিয়েছে।

এখনও অবধি যা খবর, তাতে করে শোনা যাচ্ছে ‘সমঝোতাসূত্র’ বার করার জন্যেই শীর্ষপদের আসন সংখ্যা বাড়ানোর কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। প্রথমে ৪, ও পরে ৬ করা হয় সদস্যসংখ্যা। তারপর, এখনও অবধি যা খবর, তাতে সংখ্যাটি আরও বাড়তে পারে।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ডেইলিস্টার’ সূত্রে খবর, জুলাই আন্দোলনের অগ্রণীদের নিয়ে যে দলটি গঠন করা হবে  সেখানে ১০ থেকে ১২টি শীর্ষপদ থাকতে পারে। সংশ্লিষ্ট বৈঠকে অনেকেই দলে ১০ বা ১২টি পদ করা হোক বলে সওয়াল করেছিলেন। তবে, এখনও এই নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি তাঁরা। আলোচনার মাধ্যমেই রফাসূত্র বেরোবে বলে মত তাঁদের।

প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, বাংলাদেশের এই নতুন দলে চারটি শীর্ষপদ থাকবে। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক। শনিবার জানা যায়, আরও দুটি শীর্ষপদ যুক্ত হবে ওই দলে।  যথা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব। আরও দুটি মুখপাত্রের পদও বাড়ানো হচ্ছে বলেও খবর। জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাঁরা যেন কম গুরুত্ব না পান, তা নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, এই নতুন দলের নেপথ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এমনটাই মত বিএনপি সূত্রে।

Related Articles