কলকাতা

রাজ্যপালের মুখে আইনশৃঙ্খলা, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রশংসা, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

CM welcomes Governor in Assembly, Governor praises Law and Order-World Bengal Trade Summit

Truth Of Bengal: পরিষদীয় পরম্পরা মেনে বাজেট অধিবেশনের সূচনা করতে বিধানসভায় পৌঁছান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল সোমবার দুপুর পৌঁনে দুটো নাগাদ  বিধানসভায় পৌঁছন। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনের সূচনায় তাঁর দেওয়া বক্তৃতায় রাজ্যের আইনশৃঙ্খলার প্রশংসা করেন রাজ্যপাল।

তিনি মন্তব্য করেন,রাজ্যের আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো। রাজ্যপালের গলায় রাজ্যের প্রশংসার সুর শোনা যায়।একইসঙ্গে তিনি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সুনাম করেন। তিনি বঙ্গ সংস্কৃতির অঙ্গ উত্সব-অনুষ্ঠান নিয়েও বার্তা দেন। তাঁর ভাষণে উঠে আসে দুর্গাপুজো-ছটপুজো-গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে আয়জনের বিষয়টি। রাজ্য-রাজ্যপাল সখ্য সম্পর্ক এর ফলে আরও দৃঢ় হল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

রাজভবনে রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে সাধারণ তন্ত্র দিবসে চা-চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় দুই পক্ষের সৌজন্য বিনিময়ের ছবিটা প্রকাশ্যে আসে। এবার বাজেট অধিবেশন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। বাজেট বক্তৃতায় সাংবিধানিক প্রধান ও প্রশাসনিক প্রধান, সুসম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দেন। আশা করা হচ্ছে, রাজ্যপাল বাংলার শিল্প-সংস্কৃতি-বাণিজ্য-অর্থনীতির মতোই আইনশৃঙ্খলার উজ্বল ছবিটা তুলে ধরায় তার তাত্পর্য বেশ গুরুত্বপূর্ণ।

Related Articles