খেলা

১৩০ কোটির হেলিকপ্টারে চড়ে অনুশীলনে নেইমার

Neymar trains in a 1.3 billion rupee helicopter

Truth of Bengal: আল হিলাল এখন তাঁর কাছে অতীত। এখন তাঁর যাবতীয় স্বপ্ন সব স্যান্টোসকে ঘিরে। সেই নেইমার গত সোমবার থেকেই যোগ দিলেন ক্লাবের অনুশীলনে। কিন্তু আসল ব্যাপারটা সেটা নয়, যা শুনলে কপালে চক্ষু চড়কগাছ হয়ে যাবে অনেকেরই। হওয়ার কথা। তাহলে আসল গল্পটা শোনা যাক।

ব্রাজিলিয়ান তারকা স্যান্টোসের প্রথম দিনের অনুশীলনে যাবেন এটাই ভেবেছিলেন না সেটা নয়। নেইমার প্রথম দিনের অনুশীলনে গিয়েছিলেন তাঁর ব্যক্তগিত হেলিকপ্টারে চড়ে। বাজারে যার মূল্য প্রায় ১৩০ কোটি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে ব্রাজিলিয়ান তারকার হেলিকপ্টারে চড়ে অনুশীলনে যাওয়ার ভিডিওটি।

স্যান্টোসে যোগ দিয়ে নেইমার এখন রয়েছেন ব্রাজিলের মানগারাতিবায় নিজের বাড়িতে। সেখান থেকে কিছুটা সময় জিমে কাটিয়েই ক্লাবের অনুশীলনে যোগ দেন তিনি।

প্রসঙ্গত, নেইমারের নিজ প্রতিষ্ঠানের নামেই ২০১৯ সালে হেলিকপ্টারটি কেনা হয়। যার মডেল নম্বর হল বিকে ১১৮ ডি-২। এই হেলিকপ্টারটিতে পাইলট সহ মোট ১০ জন যাত্রী বসতে পারবেন।

প্রসঙ্গত, নেইমার প্রায় ১১ বছর পর আবার স্যান্টোসে যোগ দিলেন। ২০১৩ সালে এই স্যান্টোস ছেড়েই প্রথমে বার্সা, তারপর পিএসজি এবং সবশেষে আল হিলালে গিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে তিনি হেলিকপ্টারটি কিনেছিলেন পিএসজি-তে থাকাকালীন।

Related Articles