স্বামীকে জেল থেকে ছাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ভ্রাতৃবধূকে ধর্ষণ ভাসুরের!
Brother-in-law rapes sister-in-law after promising to release husband from jail!

Truth Of Bengal: ভ্রাতৃবধূর স্বামীকে জেল থেকে ছাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভাসুর। কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়ে উল্টে গেল সবটা। শিকার হতে হল ধর্ষণের। এমনই ঘটনা ঘটেছে, মহারাষ্ট্রের নাসিকের পঞ্চবটী এলাকায়।
জানা যায়, কয়েক মাস আগে ধর্ষিতা ওই গৃহবধূটির সঙ্গে তার স্বামীর পরিবারের অমতে বিয়ে হয়েছিল। সেই কারণেই পরিবারের লোকজন স্বামীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ করে। ফলে সাথে সাথেই তাকে গ্রেফতার হয়।
এরপর ওই মহিলার স্বামীকে ফিরিয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দেন দেওর। ওই মহিলাকে দেখা করতে বলেন নাসিকে। আরও জানা যায়, স্বামীর সাথে কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন ওই মহিলা। দেওরের কথা মত বুধবার মুম্বাই থেকে নাসিকে যান ওই মহিলা।
এরপর ওই মহিলাকে তার দেওর নাসিকের পঞ্চবটী এলাকায় এক ব্যক্তির সঙ্গে দেখা করানোর কথা বলে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে একটি বাড়িতে নিয়ে যান তার ভাসুর। কিন্তু সেখানে গিয়ে ওই মহিলা ভাসুরের আরও দুই সঙ্গীকে দেখতে পান। এরপর ওই তিনজন মিলে তাকে ধর্ষণ করেন বলে এমনটাই অভিযোগ ওই মহিলার।
ওই মহিলা আরও জানান, ওই সময় তিনি অচৈতন্য হয়ে পড়েন। কিন্তু জ্ঞান ফিরতেও তার রেহাই মেলেনি। ফের ওই তিনজন মিলে তাঁর উপর আরও অত্যাচার করে। এই নির্যাতন তার সাথে ক্রমাগত দেড় দিন ধরে চলতে থাকে।
এরপর ওই মহিলা শৌচকর্ম করতে যাবেন বলে তার ভাসুরকে জানান। কিন্তু তিনি তার এক সঙ্গীকে ভ্রাতৃবধূর পাহারায় পাঠান। যাতে তিনি পালিয়ে যেতে না পারেন। তবে সেই সুযোগকে কাজে লাগায় ওই মহিলা। এরপর ভাসুরের ওই সঙ্গীকে ধাক্কা মেরে ফেলে কোনওরকমে পালিয়ে হাইওয়েতে পৌঁছান তিনি। তারপর স্থানীয়দের সহযোগিতায় থানায় পৌঁছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হতেই পুলিশ মহিলার ভাসুর ও দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। তবে এই ঘটনায় ভাসুর পলাতক।