অফবিটআন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্টদের নামে আস্ত পাহাড়, কোথায় আছে এমন পাহাড়?

Where is there a mountain named after a US president?

Truth Of Bengal: সদ্যই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট। জানেন কি? আমেরিকায় আছে প্রেসিডেন্টদের নামে আস্ত এক পাহাড়। নাম তার মাউন্ট রাশমোর (Mount Rushmore)। মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট রাশমোর হল এমন এক অভিনব পাহাড় যা প্রাকৃতিক ভাবে নয় কৃত্রিম ভাবে তৈরি হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা প্রদেশে রয়েছে এই মাউন্ট রাশমোর। এখানে ৪ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আবক্ষ মূর্তি খোদাই করা হয়েছে।

১৯২৭ সালে শিল্পী গুৎজন বোরগ্লুম এই মাস্টারপিস তৈরির কাজ শুরু করেন। ৪০০ জন কর্মীর সহায়তায় এই কাজ শেষ হয় ১৯৪১ সালে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা প্রদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে র্যাপিড সিটির ২৫ মাইল দক্ষিণ পশ্চিমে রয়েছে মাউন্ট রাশমোর ন্যাশনাল মেমোরিয়াল।

মাউন্ট রাশমোরে গ্র্যানাইট পাথরে খোদাই করা হয়েছে জর্জ ওয়াশিংটন, থমাস জেফারশন, থিওডর রুজভেল্ট আর আব্রাহাম লিংকনের মতো ৪ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আবক্ষ মূর্তি। প্রতিটি আবক্ষ মূর্তির উচ্চতা ৬০ ফুট, চওড়ায় ১৮৫ ফুট। মাউন্ট রাশমোরের মোট উচ্চতা ৫৭২৫ ফুট।

নিউইয়র্কের আইনজীবী চার্লস ই রাশমোরের নামে এই মাউন্ট রাশমোরের নাম রাখা হয়েছে। ৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মাউন্ট রাশমোর। ১৯২৫ সালে প্রথম এই মাউন্ট রাশমোরের নকশা করা হয়। তবে পরিকল্পনা রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয় ১৯২৭ সালে। ১৯৩৩ সালে ইউএস ন্যাশনাল পার্ক সার্ভিস এই মাউন্ট রাশমোর সৌধ নির্মাণের দায়িত্ব নেয়।

Related Articles