আসানসোলে কয়লা খনিতে র্যাট হোল, চলছে অবৈধ কারবার
Rat hole in Asansol coal mine, illegal business going on

Truth Of Bengal: কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনিতে র্যাট হোল প্রক্রিয়া করে চলছে অবৈধ ব্যবসার কারবার। সমতল থেকে প্রায় আশি ফুট নীচে সুড়ঙ্গ কেটে রাখা হয়েছে থাকে থাকে অবৈধ কয়লার বস্তা।
এই খবর পেয়ে সোমবার সন্ধ্যায় হঠাৎ হানা দেয় আসানসোল উত্তর থানার পুলিশ। এরপর তারা সেখানে এসে ওই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করতেই ভিতরে দেখতে পায় প্রচুর গলি। যাকে খনির ভাষায় সেকশন বলা হয়।
মাথার ওপর ছাদ থেকে জল চুইছে। সুড়ঙ্গের রাস্তা জল কাদায় ভর্তি। আর সেখানেই চলছে প্রচুর অবৈধ কয়লার ব্যবসা। বাজেয়াপ্ত প্রচুর অবৈধ কয়লা। কিন্তু কি ভাবে এই ব্যবসা চলছে বা কারা এই ব্যবসা চালাচ্ছে তা নিয়ে উঠছে প্রচুর প্রশ্ন।
অবৈধ খনির সুড়ঙ্গের শেষ কোথায় তাও খুঁজে পাওয়া যায়নি। তবে যতদূর চোখ যায় ততদূর বস্তা জমা চোখে পড়ে। কিন্তু আলোহীন ও কম অক্সিজেনযুক্ত এলাকায় এভাবে ব্যবসা চালাচ্ছে কারা? তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।