নয়া চমক Lenovo-র, বাজারে আনল অ্যান্টি-রিফ্লেক্টিভ প্রযুক্তি যুক্ত ট্যাব
Lenovo's new surprise, launches a tab with anti-reflective technology

Truth Of Bengal: বছরের শুরুতেই ক্রেতাদের জন্য চমক দিল Lenovo। Yoga Tab Plus এবং Idea Tab Pro নামে একজোড়া দুর্দান্ত অ্যান্ড্রয়েড ট্যাবলেট আনল Lenovo। উভয় মডেলেই 2944 x 1840 রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এমন বিশাল ডিসপ্লে রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য দুই ট্যাবেই মিলবে পাওয়ারফুল 10,200 এমএএইচ ব্যাটারি। Yoga Tab Plus একটি প্রিমিয়াম ট্যাবলেট। অন্যদিকে, Idea Tab Pro ভাল বৈশিষ্ট্যযুক্ত একটি সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট। লেনোভো ভারতে ট্যাব দুটি কবে লঞ্চ করবে তা এখনও জানায়নি।
লেনোভো যোগা ট্যাব প্লাসের 12.7-ইঞ্চি ডিসপ্লে 3K রেজোলিউশন, অ্যান্টি-রিফ্লেক্টিভ প্রযুক্তি, এবং 900 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। এই ট্যাবে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর, 16 জিবি র্যাম, এবং 512 জিবি স্টোরেজ আছে। লেনোভো এআই নোট রাইটিং অ্যাসিস্ট্যান্ট ও একাধিক ভাষায় ভয়েস টু টেক্সট ট্রান্সস্কিপ্ট ফিচার রয়েছে ট্যাবে। অন্যান্য হাইলাইটের মধ্যে ডুয়াল ক্যামেরা (ফ্রন্ট ও ব্যাকে 13 মেগাপিক্সেল সেন্সর), Android 15 সফটওয়্যার, হার্মান কার্ডন স্পিকার, ওয়াই-ফাই 7, 45W ফাস্ট চার্জিংয়ের সুবিধা মিলবে।
লেনোভো আইডিয়া ট্যাব প্রো 12.7 ইঞ্চি ডিসপ্লে, 3K রেজোলেউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 400 নিটস ব্রাইটনেস, মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 প্রসেসর, 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, JBL স্পিকার সহ ডলবি অ্যাটমস সিস্টেম, Android 14 সফটওয়্যার, ও 45W ফাস্ট চার্জিংয়ের সুবিধা মিলবে।