দেশ

২০১৩ সালের ধর্ষণ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন আশারাম, কবে জেলমুক্তি?

Asaram gets interim bail in 2013 rape case, when will he be released from jail?

Truth Of Bengal: রাজস্থান হাইকোর্ট মঙ্গলবার ২০১৩ সালের ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আশারামকে ৩১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। এর এক সপ্তাহ আগেই সুপ্রিম কোর্ট একটি অন্য ধর্ষণ মামলায় চিকিৎসাজনিত কারণে তাকে ৩১ মার্চ পর্যন্ত জামিন দিয়েছিল।

সুপ্রিম কোর্টের রায়ের পর, আশারামের আইনজীবীরা হাইকোর্টে রায়দান স্থগিত রাখার জন্য আবেদন করেন। হাইকোর্টের বিচারপতি দিনেশ মেহতা ও বিনীত কুমার মাথুরের ডিভিশন বেঞ্চ আশারামের জামিন মঞ্জুর করে, কারণ আবেদনটি সুপ্রিম কোর্টে করা আবেদনের মতোই ছিল।

আশারামের আইনজীবী নিশান্ত বোরা বলেন, “আমরা যুক্তি দিয়েছিলাম যে আবেদনটি প্রকৃতিতে একই রকম এবং এই মামলায়ও একই কারণ প্রযোজ্য।” তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের ৭ জানুয়ারি নির্ধারিত শর্তগুলি হাইকোর্টেও প্রযোজ্য, তবে একটি অতিরিক্ত শর্ত রয়েছে। “যদি আশারাম বাপু যোধপুরের বাইরে যেতে চান, তবে তার সঙ্গে থাকা তিনজন পুলিশ কর্মীর খরচ তাকে নিজেই বহন করতে হবে,” বোরা বলেন। ২০১৩ সালে যোধপুরের আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ২০১৮ সালে এক নিম্ন আদালত স্বঘোষিত আশারামকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল।