কলকাতা

মকর সংক্রান্তিতেও থাকবেনা শীত, পূর্বাভাস হাওয়া অফিসের

There will be no winter in Makar Sankranti The forecast is from the wind office

Truth Of Bengal : বছরের শুরুতে কনকনে শীতের আমেজ পেলেও ফের শীত গায়েব। মকর সংক্রান্তিতেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় পারদ পতনের চায়তে পারদ বৃদ্ধি পেতে পারে। এখনই শীত প্রেমীদের কষ্ট পাওয়ার দরকার নেই। কারণ সোম ও মঙ্গলবারের পর বুধবার ফের পারদ পতনের কথা জানাচ্ছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানাচ্ছে শীতের আমেজ থাকলেও আপাতত জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই। আকাশ ও থাকবে মেঘমুক্ত। দক্ষিণবঙ্গে এই কয়েকদিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে সকাল থেকে কুয়াশার দেখা মিলতে পারে বলে জানিয়েছে। আগামী দিনে ঘন কুয়াশার চাদরে ডাকতে চলেছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

অন্যদিকে পর্যটকদের জন্য রয়েছে সুখবর। দার্জিলিঙে ফের তুষারপাতের সম্ভাবনা। সাদা চাদরের বরফে মুড়তে চলেছে দার্জিলিং। এখন থেকেই উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতে ঘন কুয়াশার জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে আরও এক পশ্চিমি ঝঞ্ঝার আভাস পাওয়া যাচ্ছে। এর ফলে উত্তরে হাওয়া ফের কিছুটা বাধাপ্রাপ্ত হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles