প্রযুক্তি

১১ হাজারের নীচে 8GB ভার্চুয়াল RAM! টেকনোর নয়া মডেলে চমক

8GB virtual RAM under Rs 11,000! Tecno's new model surprises

Truth Of Bengal:  মৌ বসু : ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ১১ হাজার টাকার নীচে সাশ্রয়ী মূল্যের ৮ জিবি ভার্চুয়াল র্যাম-সহ নয়া মডেলের ৫জি স্মার্টফোন আনল টেকনো। টেকনো পপ ৯ 5G এর নতুন স্মার্টফোনে ৮ জিবি র‌্যামের পাশাপাশি মেমরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত 8 জিবি র‌্যাম সাপোর্ট করবে, অর্থাৎ মোট ১৬ জিবি র‌্যাম পাওয়া যাবে। নতুন ভ্যারিয়েন্টে ১২৮ জিবি স্টোরেজ আছে। টেকনো পপ ৯ 5G এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১০,৯৯৯ টাকা এবং এটি ৮ জানুয়ারি দুপুর ১২ টা থেকে কেনা যাবে। এই ফোনে ১২০Hz রিফ্রেশ রেটের LCD ডিসপ্লে আছে। এতে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেটের সুবিধা মিলবে।

এই ফোনের ৮ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা এবং ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা পড়বে। এটি মিডনাইট শ্যাডো, অরোরা ক্লাউড এবং অ্যাজিউর স্কাই রঙে পাওয়া যাবে। টেকনো পপ ৯ 5G ফোনে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে, যাতে এলইডি ফ্ল্যাশসহ দুটি রিয়ার ক্যামেরা আছে। এর প্রাইমারি ক্যামেরা ৪৮-মেগাপিক্সেল, এরসঙ্গে একটি সনি IMX582 সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

ফোনে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্পিকারও রয়েছে। এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০mAh ব্যাটারি রয়েছে। এতে IP54 রেটিং ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে। এতে রয়েছে ইনফ্রারেড সেন্সরের সাপোর্ট, যাতে ফোনটিকে রিমোট হিসেবে ব্যবহার করে ঘরের স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য এতে এনএফসি সাপোর্টও রয়েছে।

Related Articles