খেলা

দুঃসময়ে মহামেডানকে উদ্ধার করাই মূল লক্ষ্য: মেহেরাজ

The main goal is to rescue Mohammedans in difficult times: Mehraj

Truth Of Bengal: একটা সময় মহামেডান যখন আইলিগে ছিল তখন সেই দলের দায়িত্ব কিছুটা সময় সামলেছিলাম। এখন দল আইএসএল খেলছে। কর্তারা আমার ওপর ভরসা করে দলের কঠিন সময়ে সহকারী কোচের দায়িত্ব দিয়েছেন। মহমেডানে চের্নিশভের সহকারী হিসাবে যোগ দেতে পেরে দারুণ খুশি।

মহমেডান চলতি বছরের আইএসএল-এ সেইভাবে এখন অবধি নজর কাড়তে পারেনি। চেন্নাইয়িন ছাড়া কোনও ম্যাচেই জয় পায়নি। ঘরের মাঠে ওড়িশাকে আটকে দিয়েছেন ফ্রাঙ্কারা। দল একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার তরফ থেকে চেষ্টা করব চের্নিশভের সহকারী হিসাবে তাঁকে যথাযোগ্য সহায়তা করার। কেননা দলের স্বার্থই আমাদের কাছে প্রধান।

মাঠে নেমেই আমার প্রধান কাজই হবে ফ্রাঙ্কা, কাশিমভ, রেমসাঙ্গাদের হারানো আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনা। কেননা, একের পর এক ম্যাচ হারতে হারতে ওঁদের আত্মবিশ্বাস এখন তলানিতে ঠেকেছে। এটা স্বাভাবিক ব্যাপার। দলের অনুশীলনে যোগ দিয়েই আমি প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে কথা বলব। কোচের সঙ্গে আলোচনা করে ওঁদের ভুলগুলি কোথায় হচ্ছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলেই আমার আশা দলটা আবার ঘুড়ে দাঁড়াবে।

মঙ্গলবার থেকেই আমি দলের অনুশীলনে যোগ দেব। প্রথম দিনের অনুশীলনে আমাকেও দলের প্রতিটি খেলোয়াড়ের দিকে নজর দেওয়ার পাশাপাশি কর্তাদের সঙ্গে কথা বলব। কেননা পরবর্তী পদক্ষেপগুলি কী হবে সেই বিষয়ে আলোচনা অবশ্যই দরকার। সেখানেই জানুয়ারির উইন্ডোতে নতুন খেলোয়াড়দের নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

Related Articles