আন্তর্জাতিক

ঢাকার টোল প্লাজা দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, বাস চালকের কাছে ছিল না লাইসেন্স

Sensational information in the accident at the toll plaza, the bus driver did not have a valid license

Truth Of Bengal: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ঘটে যাওয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ঘাতক বাসটির লাইসেন্স রিনিউ করেনি বলে পুলিশ সূত্রে খবর।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসচালক নুরুদ্দিন,স্বীকার করেন, বাসটি মেরামত করার পর গতকাল সার্ভিসে রাখা হয়েছিল। বাসটির এতে ব্রেক সমস্যা ছিল বলেও দাবি করে ওই চালক।

বৃহস্পতিবার বেল ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রাতেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চালককে আটক করা হয় বলে জানান র‌্যাব।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, চালক প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন যে গাড়ির ব্রেকিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না। বাস মালিককে বিষয়টি জানানো হলে তিনি চালককে ধীরে চালাতে বলেন। এমনকি দুর্ঘটনার সময় বেশ কয়েকবার ব্রেক বসিয়েও বাসটি থামানো যায়নি বলে দাবি করেন বাসচালক। জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেছে যে সে মাঝে মাঝে গাঁজা সেবন করলেও গতকাল বাস চালানোর সময় তা নেয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চালককে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে পরপর দাঁড়িয়ে থাকা দুটি প্রাইভেট গাড়ি এবং একটি মোটরবাইকে। ঘটনায় মৃত্যু হয় ৫ জনের, জখম একাধিক। সেই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ আধিকারিকরা।

Related Articles