বছর শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা, কনকনে ঠাণ্ডায় কাঁপবে শহর থেকে রাজ্য
With the prospect of winter at the end of the year, Konkan will shiver from the cold from city to state

Truth Of Bengal : আর কয়েকদিন পরেই বর্ষবরণ উৎসব। পড়ে আছে ডিসেম্বরের আর কয়েকটা দিন। তবু দেখা পাওয়া যাচ্ছেনা শীতের। শীত প্রেমীরা বারবার নিরাশ হচ্ছেন। তাদের মাথায় এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে কবে পড়বে জাঁকিয়ে শীত। মানুষতো এখন বলছেন আবহাওয়ার মুডসুইংস চলছে। হাস্যকর বিষয় বটে। শীত ধরা দিয়েও যেন ধরা দিচ্ছে না। তবে এর মাঝে একটা সুখবর রয়েছে শীতপ্রেমী মানুষদের জন্য। বছরের শুরুতে ফের শীত ফিরে আসার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার রাত এবং রবিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ষমান বীরভূম মুর্শিদাবাদ এই ৩ জেলায়। রবিবার রাত থেকে পারদ পতনের সম্ভাবনা রাজ্যে। প্রায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। সোমবার থেকে রাজ্যে প্রবেশ করবে হিমেল হাওয়া। শহরে তাপমাত্রা কমার সম্ভাবনা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
অন্যদিকে সপ্তাহান্তে হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরের জেলাগুলিতে। কনকনে শীতে কাঁপছে উত্তরের জেলাগুলি। সিকিম ও তাঁর আশেপাশের অঞ্চলে রবিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা। এমনকি সপ্তাহান্তে তুষারপাত হতে পারে দার্জিলিং জেলাতেও। কালিম্পঙে হতে পারে শিলাবৃষ্টি। সব মিলিয়ে বছর শেষের কয়েকদিনে শীতের দেখা না মিললেও বছর শুরুতে যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে তা বলায় যায়।