
Truth Of Bengal: কথায় বলে মা হওয়া কী মুখের কথা, যে বোঝে না সন্তানের ব্যথা…। একথা বোধহয়, অনেক মহিলাই বোঝেন না। তাই অন্যের সন্তানকে কষিয়ে চড় মেরে দিতে পারেন অনায়াসেই। যার জ্বলন্ত উদাহরণ দেখা গেল গ্রেটার নয়ডায়। সেখানে একটি আজবকাণ্ড দেখা যায়। দুই শিশুর ঝগড়া ঘিরে লঙ্কাকাণ্ড বাঁধে নয়ডায়। একটি আবাসনে শিশুরা খেলা করার সময় গোল বাঁধে। তখন মেজাজ হারিয়ে এই মহিলা অন্যের ৬বছরের শিশুকে চড় মেরে দেন।
GREATER NOIDA
थप्पड़ और गली गलौज करते महिला का वीडियो वायरल,
बच्चों के विवाद में की मारपीट, गलीगलौज!
बच्चे के पिता ने थाने में की शिकायत,
गौड़ सिटी 2 का मामला!
PS BISRAKH @noidapolice pic.twitter.com/jQS2X3ZC0h— sanju tiger (@sanjutiger00) December 17, 2024
এমন কষিয়ে অভিযুক্ত মহিলা চড় মারেন, যার জন্য চিবুকে দাগ পড়ে গেছে বলেও অভিযোগ। এমনকি মারমুখী মহিলা কলহের মাঝে বলে বসেন, রাস্তায় দেখলেই মারধর করবেন। এই হুমকির পরই শোরগোল পড়ে এলাকায়। গ্রেটার নয়ডার ওই আবাসনের কর্মীদের একাংশ অভিযোগ করছেন, মেজাজ হারিয়ে শিশুর মায়া ভুলে নাবালককে চড় মারেন ওই মহিলা। এখানেই শেষ নয়, ওই মহিলার কথা যিনি রেকর্ড করছিলেন, তাঁকেও তিনি চড় মারেন। যারজন্য মারকুটে মহিলার হাত লেগে ফোনটিও পড়ে যায়।
थाना बिसरख क्षेत्रांतर्गत गौर सिटी-2 में 02 बच्चों के बीच में विवाद हुआ, जिसको लेकर दोनों बच्चों के मां के मध्य विवाद हुआ, जिस पर वादी की तहरीर पर विपक्षी के विरुद्ध अभियोग पंजीकृत किया गया है, अभियुक्ता से पूछताछ की जा रही है तथा अग्रिम विधिक कार्यवाही की जा रही है ।
— DCP Central Noida (@DCPCentralNoida) December 17, 2024
উত্তেজিত মহিলা আবাসনের অন্যান্য ব্যক্তিদেরও হুঁশিয়ারি দেয়। তাই এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মহিলার আচরণকে অনেকেই নিন্দা করছেন। তাঁরা প্রশ্ন তুলছেন, নিজের ছেলে যেমন অন্যের ছেলেও তেমনই স্নেহের। প্রতিবেশীদের সঙ্গে কলহ হওয়াটা স্বাভাবিক। কিন্তু তা বলে শিশুর গায়ে হোত তোলার ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। তাই নিন্দার ঝড় উঠেছে রাজধানী দিল্লিতে।