আগামী জানুয়ারি মাসেই বার্ষিক সাধারণ সভা মোহনবাগানে, বেজে গেল নির্বাচনের দামামা
Mohun Bagan to hold annual general meeting in January, election bells ringing

Truth Of Bengal: ২০২৫ সালের জানুয়ারি মাসের ১৮ তারিখ অনুষ্ঠিত হবে গোষ্ঠপাল সরণীর শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা। মঙ্গলবার ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সভাতেই ঠিক হয় বার্ষিক সাধারণ সভার দিন।
সূত্রের খবর, মঙ্গলবারের সভা থেকেই ক্লাবকর্তারা একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেন। তার মধ্যে অন্যতম হল ক্লাবের পরবর্তী নির্বাচনের বিষয়টিও। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে এদিকে ক্লাবের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তারজন্য ইতিমধ্যেই নাকি একটি কমিটিও গঠন করা হয়েছে।
যার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়কে। তিনিই কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন ক্লাবের আগামী নির্বাচনের দিনক্ষণ। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, ক্লাব সচিব দেবাশিস দত্ত, কুণাল ঘোষ, ক্লাবের প্রাক্তন ফুটবলার এক্সিকিউটিভ কমিটির সদস্য মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা।
ক্লাব সূত্রে খবর, বার্ষিক সাধারণ সভার আগেই ক্লাবের কিংবদন্তী খেলোয়াড় প্রয়াত চুনী গোস্বামীর জন্মদিন উপলক্ষ্যে ১৫ জানুয়ারি ক্লাবের সমস্ত প্রাক্তন ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রাক্তন জাতীয় উইকেটরক্ষক ও ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য সৈয়দ কিরমানিকে।
ক্লাবের নির্বাচনের দিন ঘোষণা এখনও ঘোষণা না হলে কি হবে, নির্বাচনের দামামা বেজে গিয়েছে সবুজ-মেরুন তাঁবু জুড়ে। সমর্থকদের মধ্যেও দেখা গিয়েছে নির্বাচন ঘিরে বাড়তি উন্মাদনা। সূত্রের খবর, শাসক-বিরোধী সব পক্ষই এবারের নির্বাচন নিয়ে এখন থেকেই নিজেদের কৌশল সাজাতে ব্যস্ত হয়ে পড়ছেন।