ফিচার

ভাইরাল ভিডিয়ো: বিয়ের মাত্র এক মাসের মাথায় স্বামীর কাছে ৪০ লক্ষ টাকা ভরণপোষণ দাবি

Just a month after marriage, she demanded maintenance of 4 million taka from her husband

Truth of Bengal: সম্প্রতি আদালতের শুনানির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিয়োতে দেখ যাচ্ছে একজন মহিলা বিয়ে করার এক মাস পরেই তাঁর স্বামীর কাছ থেকে ৪০ লক্ষ টাকা দাবি করেছেন। এই ভাইরাল দাম্পত্য কলহের ভিডিওটি বিতর্কের জন্ম দিয়েছে। শুনানিটি একটি ভরা আদালতের কক্ষে হয়েছিল। শুনানিতে স্বামীর আইনজীবী মোটা অঙ্কের দাবির বিরুদ্ধে যুক্তি দিয়ে বলছেন, তাঁর মক্কেল স্ত্রীকে ৩০ লক্ষ টাকার বেশি দিতে পারবেন না। আইনজীবী বলেন, “আমার মক্কেল ৩০ লক্ষ টাকা দিতে প্রস্তুত, কিন্তু অভিযোগকারী ৪০ লক্ষ টাকা দিতে জোর করছেন। আমার মক্কেলের পক্ষে এই দায়ভার বহন করা কোনওমতেই সম্ভব নয়।” এর পরিপ্রেক্ষিতে দুই বেঞ্চের বিচারক প্রশ্ন করেন, সমঝোতায় কতটা আসা যাবে?

৫ মার্চ, ২০২৪-এ আগের শুনানির সময়, স্বামী প্রাথমিকভাবে নিষ্পত্তি হিসাবে ১৫ লক্ষ লাখ টাকা দিতে রাজি হয়েছিলেন। আলোচনার অগ্রগতির সঙ্গে সঙ্গে সাথে, তাঁর (স্বামীর) প্রস্তাব দ্বিগুণ হয়ে ৩০ লক্ষ টাকা হয়। টাকার পরিমাণ দ্বিগুণ হওয়া সত্ত্বেও, স্ত্রী ৪০ লক্ষ টাকার দাবিতে অটল থাকেন। দাবি-দাওয়ার নিষ্পত্তি না হওয়ায় উভয় পক্ষই অচলাবস্থায় পড়ে।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “তিনি (স্ত্রী) সেই অঙ্কে দৃঢ়ভাবে আটকে আছেন। হয়তো শয়তানদের উকিল, কিন্তু তাঁর দাবি শুনে মনে হচ্ছে, মেয়ে পক্ষ বিয়েতে এত টাকা খরচ করেছেন।”

অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “যখন নারীদের সমাজ ও আইনে পুরুষের সমান মর্যাদা দেওয়া হয়, তাহলে কেন এই ধরনের ক্ষেত্রে ভরণপোষণ ভাতা? নারী কি নিজেকে সমর্থন করতে সক্ষম নয়?” তৃতীয় একজন ব্যবহারকারী লিখেছেন, “ভারতে শুধুমাত্র একতরফা আইনের ফলাফল।”

Related Articles