এশিয়ার প্রথম শিকারা ভ্রমণ পরিষেবা চালু করল উবের, জানেন কী কোথায়?
Uber has launched Asia's first Shikara travel service, do you know where?

Truth Of Bengal: স্বর্গ যদি কোথাও থাকে তবে তা এখানেই। ভূস্বর্গ কাশ্মীর সম্পর্কে এক কথায় একথাই বলা হয়৷ শ্বেতশুভ্র বরফে ঢাকা পাহাড়ের কোলে সবুজ ঘাসের গালিচা বিছানো কাশ্মীর উপত্যকা জুড়ে। রয়েছে টলটলে জলের ডাল হ্রদ, নাগিন হ্রদের হাতছানি। ভূস্বর্গ কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন? ডাল হ্রদেও বেড়াতে যাওয়ার ইচ্ছে রয়েছে? আপনার মতোই পর্যটকদের কথা ভেবে অ্যাপ নির্ভর বেসরকারি পরিবহণ সংস্থা উবের শ্রীনগরের ডাল হ্রদে চালু করল এশিয়ার প্রথম অভিনব জল পরিবহণ ব্যবস্থা। ডাল হ্রদে সোমবার ২ ডিসেম্বর থেকেই চালু হয়েছে উবরের শিকারা ভ্রমণ পরিষেবা। উবর অ্যাপের মাধ্যমে খুব সহজে শিকারা বুক করা যাবে বেড়ানোর জন্য।
আপাতত ৭টি শিকারাকে প্রাথমিক ভাবে এই বিশেষ উদ্যোগের জন্য বেছে নেওয়া হয়েছে। এক ঘণ্টার ট্যুর হবে। প্রতিটি শিকারায় চাপতে পারবেন ৪ জন যাত্রী। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পরিষেবা মিলবে। ১২ ঘণ্টা আগে থেকে শিকারা বুক করা যাবে। পর্যটকরা চাইলে ১৫ দিন আগেভাগেও টিকিট বুক করতে পারবেন। সরকার নির্ধারিত দামে চাপা যাবে উবরের শিকারায়। শিকারা অপারোটরদের কাছ থেকে কোনো কমিশন নেবে না উবর সংস্থা। উবরের এই উদ্যোগ এশিয়ায় প্রথম জলপথ পরিবহণ নিয়ে উদ্যোগ। উবেরের উদ্যোগের কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।