খাস কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যু, সন্দেহের তালিকায় স্ত্রী ও ছেলে
Mysterious death of policeman in Kolkata, wife and son among suspects

Bangla Jago Desk: আলিপুর থানার এএসআই শংকর চট্টোপাধ্যায়ের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দারা জানতে পারেন যে, শংকর চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে তার বাড়িতে। তবে প্রতিবেশীদের দাবি, এই মৃত্যুর পেছনে স্ত্রীর এবং ছেলের অত্যাচার রয়েছে। তারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে শংকরবাবুকে মারধর করা হতো, যা তার মৃত্যুর কারণ হতে পারে।
এএসআই শংকর চট্টোপাধ্যায় কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। হাঁটতে সমস্যা হচ্ছিল, এবং চিকিৎসার জন্য তিনি বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন। তবে প্রতিবেশীদের অভিযোগ, শংকরবাবুর স্ত্রী এবং ছেলে তাকে রোজ মারধর করতেন এবং ঠিক মতো খাবারও দেওয়া হতো না। এমনকি, রাস্তায় ফেলেও তাকে মেরেছিল বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার পর রিজেন্ট পার্ক থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে, স্থানীয়রা অভিযুক্তদের শাস্তি দাবি করে ক্ষোভ প্রকাশ করছেন। এখনও পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।