খেলা

২৭ কোটি টাকা! ঋষভ পন্থকে নিল লখনউ সুপার জায়ান্টস

Pant leaves Delhi for Gujarat at record price

Truth Of Bengal: আইপিএল-এর সব রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। তাঁর দাম উঠল ২৭ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালস রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেও পারল না। পন্থকে ছিনিয়ে নিলেন সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস।

এর আগে গত বার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়সকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনে নেয় পঞ্জাব কিংস। শ্রেয়াসকে টপকে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন ঋষভ পন্থ।

ভারতীয় উইকেটকিপারের ন্যূনতম মূল্য ছিল ২ কোটি। তাঁর জন্য লড়াই শুরু করে লখনউ ও বেঙ্গালুরু। আসরে নামে সানরাইজার্সও। টানটান লড়াই চলে। ২০.৭৫ কোটি দর ওঠার পর আচমকা আরটিএম ব্যবহার করে দিল্লি। কিন্তু সেখান থেকে এক লাফে ২৭ কোটি দর হাঁকে লখনউ। তারপর আর কোন দল দর হাঁকেনি। সব চেয়ে বেশি দামে লখনউ সুপার জায়ান্টস দলে চলে যান ঋষভ পন্থ।

মারকাটারি এই ব্যাটার একটা সময় দুর্ঘটনায় পড়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হন। তারপর বহুদিন তাঁর রিহ্যাব চলে। জাতীয় দলে ফিরে এসে আবার আগের চেনা ফর্মে তিনি উদয় হন। সেই ঋষভ পন্থ ভারতীয় তো বটেই আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রিত হওয়া ক্রিকেটার হলেন। পেলেন ২৭ কোটি টাকা দর।

Related Articles