খেলা

ঘরের মাঠে নর্থ-ইস্ট বধের পরিকল্পনা সাজাচ্ছেন অস্কার

Oscar is planning to slay North-East at home

Truth of Bengal: দীর্ঘ বেশ কয়েকদিন ছুটির পর ইস্টবেঙ্গল আবার আইএসএল-এ মাঠে নামছে আগামী ২৯ নভেম্বর। সেই ম্যাচে ঘরের মাঠে লাল-হলুদ ব্রিগেড মুখোমুখি হবে নর্থ-ইস্ট ইউনাইটেডের। কাজেই এখন সেই ম্যাচের জন্যই প্রতিদিন অনুশীলন সারছেন অস্কার ব্রুঁজোর ছেলেরা। আগের ম্যাচে ৯ জন খেলেও মহমেডানকে যেভাবে রুখে দিয়েছেন সৌভিক-প্রভুসুখনরা, সেই মানসিকতা নিয়েই পাহাড়ি দলটির বিপক্ষে ঝাঁপাতে চাইছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা।

শুক্রবার সন্ধ্যায় যুবভারতীতে অনুশীলনে কোচ অস্কারের অধীনে হালকা গা ঘামানোর পর দুই দলে ভাগ হয়ে প্র্যাকটিস খেললেন ফুটবলাররা। আগের ম্যাচে লাল কার্ড দেখা দুই ফুটবলার মহেশ ও নন্দর পরিবর্ত হিসেবে অস্কার তৈরি রাখছেন সায়ন ও বিষ্ণুকে। কেননা, মহেশ ও নন্দর মতো সায়ন এবং বিষ্ণুরও চোড়া গতি রয়েছে। কাজেই নর্থ-ইস্টের ডিফেন্সকে ব্রিবত করতে এই দুজনের গতিকেই ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ফরাসি কোচের। পাশাপাশি তৈরি রাখা হচ্ছে ডেভিডকেও। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত করেননি অস্কার।

এদিকে এদিনও হেক্টর মূল দলের সঙ্গে অনুশীলন করলে না। হালকা গা ঘামিয়ে ফিজিওর অধীনেই সময় কাটাতে দেখা গেল তাঁকে। তবে শুক্রবারও অনুশীলনে দেখা গেল না নিশু কুমারকে। যা নিয়ে কানাঘুঁষো চলছে ইস্টবেঙ্গলের অন্দর মহলে।অপর দিকে জাতীয় শিবিরে থাকা দুই ফুটবলার আনোয়ার আলি ও জিকসন সিং এখনও দলের অনুশীলনে যোগ দেননি। সূত্রের খবর আগামী ২৬ তারিখ এই দুই ফুটবলার ক্লাবের অনুশীলনে যোগ দেবেন।

Related Articles