‘পুষ্পা ২’-র আইটেম গানে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা
South Indian actress Srileela in an item song for 'Pushpa 2'

Truth of Bengal: আগামী ৫ ডিসেম্বর গোটা দেশজুড়ে মুক্তি পাচ্ছে আল্লু অর্জুন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২’। যতই মুক্তির দিন এগিয়ে আসছে তত বেশি করে এই ছবি নিয়ে উন্মাদনা যেন বাড়ছে। তবে এখনো প্রকাশ্যে আসেনি ‘পুষ্পা ২’- এর আইটেম গান। ‘পুষ্পা’ এর সাফল্যের পিছনে বড় ভূমিকা ছিল আইটেম গানের। ‘উঁ অন্তভা’ গানে সামান্থার আবেদনময়ী উপস্থাপনা রাজ করেছিল গোটা দেশ জুড়ে। এবার পালা ‘পুষ্পা ২’-এর। সূত্রের খবর, ‘পুষ্পা ২’-এ আইটেম গানে সামান্থার বদলে দেখা যেতে চলেছে আরও এক দক্ষিণী অভিনেত্রীকে। তিনি শ্রীলীলা।
দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে ড্যান্স কুইন ও বলা হয়। সম্প্রতি দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে ‘কুর্চি মাধাথাপেট্টি’ গানে ব্যাপক নজর কেড়েছিলেন শ্রীলীলা। আর এবার ‘পুষ্পা ২’-এ আইটেম গানে দেখা যেতে চলেছে এই দক্ষিণী অভিনেত্রীকে। যদি ‘উঁ অন্তভা’ গানের জন্যে সামান্থা পারিশ্রমিক পেয়েছিলেন ৫ কোটি টাকা। সেক্ষেত্রে শ্রীলীলাকে কিছুটা কমই পারিশ্রমিক দিচ্ছেন নির্মাতারা।
সূত্রের খবর, সামান্থা যা পেয়েছিলেন, তার থেকে অন্তত ৬০ শতাংশ কম পারিশ্রমিক পাচ্ছেন শ্রীলীলা। শ্রীলীলাকে দেওয়া হবে মাত্র ২ কোটি টাকা। মাঝে শোনা গিয়েছিল, ‘পুষ্পা ২’-এ আইটেম গানের জন্যে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কথা ভাবা হয়েছিল। কিন্তু শ্রদ্ধা ৫ কোটি পারিশ্রমিক চাওয়ায় সেই কথা আর এগোয়নি। শেষমেষ ছবির নির্মাতারা বেছে নিয়েছেন শ্রীলীলাকে। এখন দেখার ‘পুষ্পা ২’-এর আইটেম গানে সামান্থাকে কতটা টক্কর দিতে পারেন শ্রীলীলা।