বিশ্বের প্রথম ট্রুলি স্ট্রেচেবল ডিসপ্লে আনল LG
LG launches world's first truly stretchable display

Truth of Bengal,মৌ বসু: একুশ সালের পর নিজেরা স্মার্টফোন তৈরি করা বন্ধ করে দিয়েছে LG। কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনে এলজির উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়। এলজির তৈরি ডিসপ্লেই বিভিন্ন সংস্থার স্মার্টফোনে যোগ করা হয়। এবার দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট এলজি বিশ্বের প্রথম ট্রুলি স্ট্রেচেবল ডিসপ্লের একটি প্রোটোটাইপ আনল। এই ডিসপ্লেতে গুণমানের সঙ্গে আপস না করেই টেনে ৫০% পর্যন্ত ডিসপ্লে বড়ো করা যায়।
এলজি তাদের এই ইনভেশনের নাম রেখেছে “আল্টিমেট ডিসপ্লে টেকনোলজি”। এই স্ক্রিন বিভিন্ন সাইজে টেনে বড়ো করা এবং ভাঁজ করা যায়। এই ডিসপ্লে বিভিন্ন আলাদা আলাদা কাজে ব্যাবহার করা যাবে। নতুন এলজি প্রোটোটাইপ ডিসপ্লেতে 100 পিক্সেল প্রতি ইঞ্চি হাই রেজোলিউশন এবং ফুল RGB কালার সহ 12 ইঞ্চির স্ক্রিন রয়েছে এবং এটিকে টেনে 18 ইঞ্চি পর্যন্ত বাড়ানো যায়। ২০২২ সালে এলজি প্রথম বার স্ট্রেচেবল ডিসপ্লে প্রোটোটাইপ তৈরি করেছিল। সেটির সর্বোচ্চ অ্যালংগেশন রেট ছিল মাত্র ২০%। নতুন ডিসপ্লের সর্বোচ্চ অ্যালংগেশন রেট হল ৫০%।