ফিরছে সুপারহিরো ‘শক্তিমান’, সুখবর দিলেন মুকেশ খান্না
Superhero 'Shaktiman' is returning, Mukesh Khanna gave good news

Truth Of Bengal: ‘শক্তিমান’, সকলের প্রিয় এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে আছে একরাশ আবেগ, ফেলে আসা ছোটবেলার স্মৃতি। সেই পুরোনো স্মৃতি উস্কে দিয়েই ফের পর্দায় ফিরছে ‘শক্তিমান’। সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন ‘শক্তিমান’ মানে মুকেশ খান্না।
View this post on Instagram
অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ‘শক্তিমান’ এর ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন, ‘শক্তিমান ফিরছে। তাঁর ফিরে আসার সময় হয়েছে। আমাদের প্রথম ভারতীয় সুপার টিচার ও সুপারহিরো। অন্ধকার এবং খারাপ সময়ের প্রভাব শিশুদের উপর ভীষণ ভাবে পড়ছে। এ বার তাঁর ফিরে আসার সময় এসেছে। এক অন্যরকম বার্তা নিয়ে ফিরছেন তিনি। আজকের প্রজন্মের তাঁকে ভীষণই প্রয়োজন। করজোড়ে তাঁকে স্বাগত জানাই।’
‘শক্তিমান’ যে ফিরছে এই খবর সামনে আসতেই উন্মাদনার শেষ নেই ভক্তদের মধ্যে। গোটা এক প্রজন্ম বুদ ছিল ‘শক্তিমান’ এর নেশায়। আবারও সেই নস্টালজিয়ায় ফিরতে চলেছে ৮-৮০ সকলেই। উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে দূরদর্শনে প্রচারিত হতে শুরু করে ‘শক্তিমান’।
প্রায় আট বছর ধরে ৪৫০টি পর্ব নিয়ে তৈরি হয় এই জনপ্রিয় শো। ভারতের প্রথম সুপারহিরো হিসাবে, শক্তিমান রহস্যময় এবং অলৌকিক শক্তি নিয়ে এসেছিল। বিশ্বের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য বেছে নেওয়া হয়েছিল তাকে। সব মিলিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ‘শক্তিমান’ দেখতে মুখিয়ে আছে ভক্তরা।