অফবিট

আস্ত একটা টুথব্রাশ গিলে নিলেন মহিলা! ডাক্তারের কাছে যেতেই যা হল..

Woman swallows a whole toothbrush! What happened when she went to the doctor..

Truth Of Bengal: আস্ত একটা টুথব্রাশ গিলে নিলেন মহিলা! এমন কাণ্ড শুনেছেন কখনো? মহারাষ্ট্রের এই অবাক করা ঘটনায় চোখ কপালে ওঠার জোগাড় ডাক্তারদের।

জানা যায়, দাঁত মাজার সময় হঠাৎই ব্রাশটা গিলে ফেলেন বছর ৪০-এর ওই মহিলা। এরপরই তাঁকে তড়িঘড়ি ডিওয়াই পাটিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই কেসটি সম্পর্কে কথা বলতে গিয়ে ডঃ অভিজিৎ কারাদ বলেন, ‘এমন ঘটনা বিরল। ৩০- এর থেকেও কম সংখ্যক ঘটনা রিপোর্ট হয়েছে। মহিলাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, আমাদের গোটা বিষয়টা অবিশ্বাস্য লাগছিল. কী করে এমনটা ঘটতে পারে ! ২০ সেন্টিমিটারের একটা ব্রাশ কী করে গিলে নিতে পারে কেউ ?’

পাশাপাশি তিনি জানান, এমন ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যদি সেই ব্যক্তির  স্কিৎজ়োফ্রেনিয়া, বুলিমিয়া, অ্যানোরেক্সিয়া ইত্যাদি রোগে আক্রান্ত, তারা এমনটা ঘটাতে পারে। তবে এক্ষেত্রে ওই মহিলা সম্পূর্ণ সুস্থ, যা আরও ভাবিয়ে তোলে তাঁদের।

ডঃ কারাদ আরও বলেন, টুথব্রাশটা লম্বা এবং শক্ত হলেও সেভাবে আঘাতপ্রাপ্ত হননি ওই মহিলা, যা স্বস্তির বিষয়। চিকিৎসকদের অনেকেরই মতে, ব্রাশটা যদি শ্বাসনালীতে ঢুকে যেত, গুরুতরভাবে জখম হতে পারতেন ওই মহিলা।

Related Articles