
Truth of Bengal: অনেকেই হয়তো ভাবছেন এ আবার কি! পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম আবার কবে ডাক্তার হলেন? এমন ঘটনা তো শোনা যায়নি কখনও। এবার বাবরের এই নতুন ডিগ্রি সম্বন্ধে বিস্তারিত জানতে অনেকেই হয়তো ঘাঁটতে শুরু করেছেন উইকিপিডিয়া।
আসলে না সেখানে তন্ন তন্ন করে খুঁজেও কোথায় পাওয়া যাবে না বাবর ক্রিকেটের পাশাপাশি ডাক্তারি নিয়ে পড়াশুনা করেছেন। আসলে ডাক্তারি পড়ে যাঁরা ডাক্তার হন তাঁর তো আসল ডাক্তার। আর ডাক্তারি না পড়ে যাঁরা ডাক্তারি করেন তাঁরা হলেন হাঁতুড়ে ডাক্তার। বাবর হয়তো সেই তালিকতাতেই পড়বেন। তবে তাঁর প্রশংসা করতেই হবে।
রবিবার অস্ট্রেলিয়ার মাটিতে এইরকম এক ঘটনার সাক্ষি থাকল গোটা ক্রিকেট বিশ্ব। মাঠে তখন ব্যাট করছেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান জাম্পা ও অ্যাবট। বল করছিলেন পাক বোলার শাহিন। এমন সময় ফিল্ডারের ছোঁড়া একটি বল ধরতে গিয়ে বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়া যন্ত্রনায় কাতরাতে থাকেন পাক পেসার সেই সময় কাছেই দাঁড়ানো বাবর ছুটে যান আহত শাহিনের কাছে।
শাহিনের এমন অবস্থা দেখে এক মুহূর্ত দেরি না করে নিজের সাধ্যমত শ্রশ্রুষা করে দেন বাবর। প্রাক্তন দলনেতার কাছ থেকে তক্ষনাৎ শ্রশ্রুষা যেন কিছুটা হলেও যন্ত্রণা থেকে মুক্তি পান শাহিন। অবশ্য তারপরই পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে শাহিনকে বাবরের চিকিৎসা করার ভিডিও। এরপরই পাক ড্রেসিংরুমে রাতারাতি ডাক্তার উপাধিতে ভূষিত প্রাক্তন দলনেতা।