
Truth of Bengal: দিল্লি, এনসিআর, পঞ্জাব ও হরিয়ানায় মাত্রাতিরিক্ত দূষণ। কোথাও কোথাও গুণগত মান অত্যন্তই ভয়াবহ। এমন পরিস্থিতিতে দূষণ কমাতে ব্যবস্থা করা হল কৃত্রিম বৃষ্টির। গুরুগ্রামের এক আবাসনে এই কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করল আবাসন কর্তৃপক্ষ। দীপাবলির পর থেকেই দিল্লির বাতাসের গুণগত মান ভয়াবহ পর্যায়ে পৌঁছতে শুরু করেছে। শীতের আগেই শুধু দিল্লি নয়, এনসিআর, পঞ্জাব ও হরিয়ানাতেও দূষণের পরি মান বেড়েই চলেছে।
এমন পরিস্থিতিতেই দূষণ কমানোর উদ্যোগ নিল গুরুগ্রামের এক আবাসন কর্তৃপক্ষ। ব্যবস্থা করা হল কৃত্রিম বৃষ্টির। গুরুগ্রামের সেক্টর ৮২-র ৩৩ তলা আবাসনে দেখা গেল এমনই ছবি। আবাসন কর্তৃপক্ষ জানান, কৃত্রিম বৃষ্টি বলে উল্লেখিত বিষয়, আদতে কৃত্রিম বৃষ্টি নয়। আবাসনের একেবারে উপরের তলা থেকে অগ্নিনির্বাপনের জন্য ব্যবহৃত পাইপের সাহায্যেই জল ছেটানো হয়। ফলে টিপ টিপ করে বৃষ্টি আকারেই সেই জল পড়ছে।
বাতাসে ধূলিকণা ও দূষণ কামানোই তাদের মূল উদ্দেশ্য বলে তাদের দাবি। আবাসনের সভাপতির অভিযোগ, সরকার দূষণ নিয়ন্ত্রন করতে ব্যর্থ। তাদের তরফে কোনও রকম উদ্যোগই কার্যত চোখে পড়ছে না বলে তাঁর অভিযোগ। যার জেরে আবাসনের বাসিন্দাদের প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার জন্যই দূষণমুক্ত পরিবেশ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে গুরুগ্রামের এই আবাসন কর্তৃপক্ষ।
শুধুমাত্র আবাসনই নয়, তার আশেপাশের বাতাসের গুণগত মান ঠিক রাখার উদ্যোগও নেওয়া হয়েছে। তাদের এই উদ্যোগকেই স্বাগত জানিয়েছেন আশেপাশের আবাসনগুলি। সেইসব আবাসনগুলিতেও এই উদ্যোগ গ্রহণের কৌশল শুরু করা হয়েছে। গুরুগ্রাম সহ দিল্লি ও সংলগ্ন এলাকার একাধিক জায়গায় এই পদ্ধতিতেই দূষণ নিয়ন্ত্রনের চেষ্টা চালানো হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর।