যুক্তরাষ্ট্রে নির্বাচনের রাতটি ফ্লোরিডা অঙ্গরাজ্যে কাটানোর পরিকল্পনা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
lon Musk, the world's richest man, plans to spend election night in Florida

Truth of Bengal: যুক্তরাষ্ট্রে নির্বাচনের রাতটি ফ্লোরিডা অঙ্গরাজ্যে কাটানোর পরিকল্পনা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, মার-এ লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গেই নির্বাচনের রাতটি কাটাতে চান তিনি। সেই অনুযায়ী ট্রাম্পের জয় সুনিশ্চিত হতেই ইলন মাস্কের রাতটি কাটল পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের হয়ে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলিতে ব্যাপক প্রচার চালিয়েছিলেন। তিনি এবারের নির্বাচনে ট্রাম্পকে ১১ কোটি ৯০ লক্ষ ডলার অনুদান দিয়েছেন।
চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের প্রতি সমর্থন জানান ইলন মাস্ক।
মঙ্গলবার মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে এ ধনকুবের লিখেছেন, তিনি টেক্সাসের ক্যামেরুন কাউন্টিতে ভোট দিয়েছেন। সেখানে মাস্কের কয়েকটি কোম্পানির সদর দফতর অবস্থিত। পরে ফ্লোরিডার উদ্দেশে রওনা দেন মাস্ক। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ট্রাম্পের প্রচার শিবিরকে অনেকটা আত্মবিশ্বাসী থাকতে দেখা গিয়েছে। পাম বিচ কনভেনশন সেন্টারে ট্রাম্পের সদর দফতরগুলিতে জড়ো হয়ে সমর্থকেরা ফলাফলের জন্য অপেক্ষা করছেন। একপর্যায়ে সমর্থকেরা নেচে নেচে উদ্যাপন শুরু করেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের বিজয়ের আভাস পাওয়ার পর পরই সমর্থকেরা জড়ো হয়ে উল্লাস করেছেন। যদিও, অঙ্গরাজ্যটিতে ট্রাম্পের জয় পাওয়া নিয়ে কোনও সন্দেহের অবকাশই ছিল না।
প্রাক্তন কংগ্রেস সদস্য টুলসি গ্যাবার্ডও ওই উল্লাসে শামিল হয়েছিলেন। এর আগে মার-এ-লাগোতে ট্রাম্পের বিশেষ ওয়াচ পার্টিতে অংশ নেন তিনি। বিবিসিকে টুলসি বলেন, সত্যিকার অর্থে সেখানে অনেক মানুষ উত্তেজনার মধ্যে আছেন। তাঁরা অনেকটাই আশাবাদী।
এদিকে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রাক্তন প্রধান কৌশল প্রণয়নকারী স্টিভ ব্যানন রাতে ওয়াশিংটন ডিসিতে উইলার্ড হোটেলে একটি নির্বাচনী ওয়াচ পার্টির (অনেক মানুষ মিলে একসঙ্গে ফলাফল দেখার আয়োজন) পরিকল্পনা করেছিলেন। ২০২০ সালের নির্বাচনী ফলাফল পালটে দেওয়ার চেষ্টা চালানোর সময় ট্রাম্পের অনুগতরা এই হোটেলটিকে কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করেছিল।