কলকাতা

নিরাপত্তায় জোর ব্যবস্থা, হাওড়া কমিশনারেটের অন্তর্ভুক্ত হবে দক্ষিণেশ্বর মন্দির চত্বর

Dakshineshwar Mandir premises will be included in Howrah Commissionerate to beef up security

Truth Of Bengal: এবার হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত হতে চলেছে আদ‌্যাপীঠ-সহ দক্ষিণেশ্বর মন্দির চত্বর। শুক্রবার নবান্নে প্রশাসনিক বৈঠকের মধ্যেমে এমনটাই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বর কালীমন্দির সংলগ্ন এলাকা এখন উত্তর ২৪ পরগনার বারাকপুর কমিশনারেটের অন্তর্গত।

হাওড়ার অনেকটা কাছাকাছি অবস্থিত দক্ষিণেশ্বর মন্দির। এর মাঝ বরাবর বয়ে গেছে গঙ্গা। ওপারে অবস্থিত হাওড়ার বালি ও বেলুড়। দূরত্বের জন্য অনেক সমস্যা তৈরি হয় বলে বারবার শোনা যায়, সেকারণেই এই পদক্ষেপ। এদিন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেন, “বেলুড় হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত। দক্ষিণেশ্বর আবার বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত। কিন্তু দক্ষিণেশ্বর বারাকপুর কমিশনারেটের এলাকা থেকে অনেক দূর। এবার দক্ষিণেশ্বরকেও হাওড়া পুলিশ কমিশনারেটের আওতায় আনা হবে।”

এদিন এর সঙ্গে রাজ‌্য পুলিশের ডিজি রাজীব কুমারের উদ্দেশে তিনি বলেন, “আমি রাজীবকে বলব, তুমি এত থানার কথা বল না। তুমি শুধু পুলিশ নিয়ে ভাবছ। আমাকে সারা রাজ্য নিয়ে ভাবতে হয়। দক্ষিণেশ্বরকে হাওড়া কমিশনারেটের মধ্যে নিয়ে আসতে হবে।”

মমতার ভাষায়, বেলুড়, দক্ষিণেশ্বর সহ আদ‌্যাপীঠে প্রতিদিন কতশত পর্যটক আসেন। তার উল্লেখযোগ্য কারণ হল, এগুলি আন্তর্জাতিক তীর্থক্ষেত্র। এদিন মুখ‌্যমন্ত্রী আরও বলেন যে, “স্কাইওয়াক ডেলি মনিটরিং করতে হবে। স্কাইওয়াকে যাতে হঠাৎ করে কেউ বসে না পড়েন, তা পুলিশকে নজর রাখতে হবে।”

Related Articles