এটিএমের মতো বিশেষ যন্ত্র থেকে বেরোবে সিমকার্ড, নয়া উদ্যোগ BSNL-এর
BSNL's new initiative to roll out SIM cards from special machines like ATMs

Truth of Bengal, মৌ বসু: গ্রাহক পরিষেবার মান আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এবার থেকে বিএসএনএলের সিমকার্ড কেনার জন্য আর দোকান বা টেলিকম অফিসে যাওয়ার প্রয়োজন নেই। সরকারি মালিকানাধীন এই টেলিকম সংস্থা এটিএম-এর মতো বিশেষ মেশিনের মাধ্যমে সিম কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে।
এই নতুন পরিষেবা ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৫-এ প্রথম প্রদর্শিত হয়েছে। বিএসএনএল দ্রুত গ্রাহক সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এই নতুন উদ্যোগ নিয়েছে। বিএসএনএলের আধিকারিকরা জানান, গ্রাহকরা এখন BSNL Self Care অ্যাপ এবং ভেন্ডিং যন্ত্র ব্যবহার করে যে কোনও সময় সিম কার্ড পেতে পারবেন।
যে সব গ্রাহক বিএসএনএলের সিমকার্ড কিনতে চান অথচ দোকান বা টেলিকম সংস্থার অফিসে যেতে চান না এই সিম ভেন্ডিং যন্ত্র তাঁদের জন্য বিশেষভাবে উপকারী হবে। গ্রাহকরা BSNL Self Care অ্যাপ এবং মেশিন ব্যবহার করে নতুন সিম কার্ড পেতে পারবেন। বিএসএনএল সূত্রে খবর, এই ভেন্ডিং যন্ত্র রেলস্টেশন, বিমানবন্দর-সহ জনবহুল ব্যস্ত এলাকায় বসানো হবে। এখান থেকে গ্রাহকরা সহজেই সিম কার্ড পেতে পারেন।