Truth Of Bengal: ফের ছাত্রদের আন্দোলনে জ্বললো বাংলাদেশ। আবারও অগ্নিগর্ভ পরিস্থিতি রাজধানীর, ওরফে ঢাকার। সংসদের সামনে জুলাই আন্দোলনকারীদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ একাধিক দাবিতে। চরম সংঘর্ষে জড়ান পুলিশ ও বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলাদেশে। রাগের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান, তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ, মহাম্মদ ইউনুস।
জানা গিয়েছে, এদিনের সংঘর্ষে দেখা গিয়েছে লাঠিচার্জ ও ইটবৃষ্টি। একাধিক ব্যক্তি আহত হয়েছেন এর জেরে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেই সংখ্যা ৩৬। এখানেই শেষ নয়, ঢাকার সংসদ ভবনের সামনে যেই পুলিশের গাড়িগুলি দাঁড়িয়েছিল, তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের তরফ থেকে। পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস পর্যন্ত ছোড়ে পরিস্থিতি সামাল দিতে।
এখনো পর্যন্ত পরিস্থিতি বেশ চাঞ্চল্যকর ও থমথমে রয়েছে বলে খবর। জানা গিয়েছে, পরিস্থিতি এখনো উত্তপ্ত বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আন্দোলনকারীরা দাবি করেছেন যে জুলাই আন্দোলনকারীদের দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না মহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। শুধু তাই নয়, তাঁদের বেশ কয়েকটি দাবি বাদ দেওয়া হয়েছে জুলাই সনদে এবং সেই কারণেই তাঁদের এই প্রতিবাদ।
				
						





