ওপার বাংলা

বাংলাদেশে ধর্ষণের ঘটনায় সরব হাসিনা, ইউনূসকে ‘সুদখোর, জঙ্গিনেতা’ বলে তোপ

Hasina speaks out on Bangladesh rape case, slams Yunus as 'usurer, militant leader'

Truth Of Bengal: বাংলাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে ‘সুদখোর’ এবং ‘জঙ্গিনেতা’ বলে কটাক্ষ করে তিনি বলেন, “ক্ষমতায় এসেছেন একজন সুদখোর, জঙ্গিনেতা ইউনূস।”

রবিবার মধ্যরাতে আওয়ামী লীগ একটি অডিয়োবার্তা প্রকাশ করে, যেখানে প্রায় ৯ মিনিট ধরে হাসিনা নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, বাংলাদেশ নারী সুরক্ষার প্রশ্নে আগের চেয়ে অনেক পিছিয়ে পড়েছে।

সম্প্রতি, মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠলে দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বাংলাদেশ হাই কোর্ট ছয় মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দিলেও দেশজুড়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে। অডিয়োবার্তার শুরুতে শেখ হাসিনা বলেন, “মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমায় বিদায় দেওয়ার পর বাংলাদেশের কী অবস্থা দেখুন। আজ মেয়েদের সম্মান নেই।” তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময় নারীদের পোশাক, চলাফেরা এবং স্বাধীনতা সীমিত করা হচ্ছে।

আওয়ামী লীগ আমলের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, “আমরা নারী নির্যাতন বন্ধে কঠোর আইন এনেছিলাম। অপরাধীদের নাম প্রকাশ্যে আনার পাশাপাশি কঠোর শাস্তির ব্যবস্থা করেছিলাম।” মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তোপ দেগে শেখ হাসিনা বলেন, “ইউনূস নারী ক্ষমতায়ণ এবং দারিদ্র্য বিমোচনের কথা বলছেন। কিন্তু কাজের কাজ কোথায়?” তিনি অভিযোগ করেন, তার শাসনামলে সরকার আন্দোলনকারীদের কথা শুনলেও বর্তমান সরকার কারও কথা শুনছে না।

Related Articles