দীঘার অদূরে রামনগরের দুটো স্টেট ব্যাংকের এটিএমএ গভীর রাতে দুঃসাহসিক চুরি
Two State Bank ATMs in Ramnagar near Digha were robbed late at night

Truth of Bengal: একই রাতে রামনগর থানার অধীন দুটো স্টেট ব্যাংকের এটিএম এ ভাঙচুর করে টাকা লুটের ঘটনা ঘটলো। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রামনগর থানার অধীনে বালিসাই বাজারে রাত আড়াইটার নাগাদ একটি স্করপিও গাড়ি করে আসে তিন দুষ্কৃতীকে সিসি ক্যামেরায় ফুটেজে লক্ষ্য করা যায় সাদা পোশাকে পরা। ওই দুষ্কৃতিকারীরা বালিসাই বাজারের সামনে গাড়িটিকে দাঁড় করিয়ে এটিএম এর সামনে থাকা সিসি ক্যামেরায় গ্লাসের উপরে দিয়ে রং করে দেয় যাতে করে দুষ্কৃতীদের পুলিশ চিনতে না পারে।
অপরদিকে সেই রামনগর থানার দেউলী হাটে একই কায়দায় এটিএম ভেঙে এবং গ্যাস কাটার দিয়ে কেটে লুটপাট চালায়। যদিও বা দুটি এটিএম এ কত টাকা ছিল তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। সূত্র মারফত জানা গিয়েছে, এটিএম এর মূল সংস্থা বোম্বে থেকে খোঁজ নিয়ে দুটি এটিএমে কত টাকা ছিল পরে জানা যাবে বলে জানানো হয়।
তবে বেশ কয়েক মাস আগে রামনগর বাজারে এটিএম ভেঙে গ্যাস কাটার দিয়ে কেটে লুটপা চালিয়েছিল দুষ্কৃতীরা পরবর্তীকালে বারাসাত থেকে দুই ব্যক্তিকে আটক করে রামনগর থানা পুলিশ। তা ঠিক কয়েক মাস পরেই ফের দুটি এটিএম ভেঙে গ্যাস কাটার দিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এনিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় মানুষজন জানান, বালিসাই বাজার একটি বড় ব্যবসায়ী কেন্দ্র রাত্রে পুলিশের টহলদারি থাকলেও এটিএমে নজরদারির জন্য কোন সুরক্ষা নেই। তাই এ ধরনের ঘটনা ঘটেছে বলে তারা জানান তবে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামবে বলে পুলিশ জানিয়েছে। ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে।