রাজ্যের খবর
লোকালয়ে ঢুকে পড়লো দুইটি বাইসন, বাইসনের তান্ডবে মৃত্যু একজনের
Two bison enter locality, one dies in bison rampage

Truth Of Bengal: রবিবার ভোরে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্ৰাম পঞ্চায়েতের রায়পুর চা বাগানে ঢুকে পড়লো দুইটি বাইসন। সকাল থেকে বাইসন দুটি লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে ইতিমধ্যে বাইসনের তান্ডবে জখম হয়েছেন দুইজন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তরের কর্মী সহ কোতয়ালী থানার পুলিশ। এদিকে লোকালয়ে ঢুকে পড়েছে বাইসন।এই খবর ছড়িয়ে পড়তেই বাইসন দেখতে অনেকে ভিড় করছেন। বনদপ্তরের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে যাতে কেউ ভিড় না করে। পাশাপাশি বাইসন দুটিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে বনদপ্তরের কর্মীরা।
উল্লেখ্য এলাকাটির কাছেই রয়েছে গৌরিকোণ জঙ্গল। সেই জঙ্গল থেকেই বাইসন দুটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে অনুমান। গতকাল একটি চিতাবাঘ ভান্ডিগুড়ি চা বাগানের এক শ্রমিকের ওপর ঝাঁপিয়ে পড়েছিল।