রাজ্যের খবর

ঘনাচ্ছে নিম্নচাপ, রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

Thunderstorms are forecast in the state

Truth Of Bengal : পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে অতি ভারী বৃষ্টির জেরে কার্যত মাথায় হাত মৃতশিল্পীদের। বর্ষার দাপটে কোথাও গিয়ে হয়ত হারিয়ে যাচ্ছে পুজোর আমেজ। আজও নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকবে দুর্যোগ। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। বুধবার ওডিশা এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়াও বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার দক্ষিণ বঙ্গের প্রায় সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বলতে পারে। এদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদের রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলা গুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আজ কলকাতায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে সর্বনিম্ন ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়াও এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯১ শতাংশ।

উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ধারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে পশ্চিম রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটের কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর। এদিকে সামনে পুজো, তার আগে বৃষ্টির দাপট কমে কিনা সেটাই এখন দেখার।

Related Articles