বারুইপুর হাসপাতালে দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো শেড নির্মাণ । খুশি রোগীর আত্মীয়-স্বজনরা।
The solution to the long-standing problem in Baruipur Hospital is the construction of a shed. Relatives of happy patients.

The Truth of Bengal, বাবলুপ্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনার : বারুইপুর মহকুমা হাসপাতাল যা দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ কেন্দ্রীয় স্বীকৃতি পাওয়ার পর হাসপাতালকে আরো কিভাবে উন্নয়ন করা যায়। সেদিকে লক্ষ্য রেখেছে তেমনি চিকিৎসা পরিষেবা দিকে অত্যাধুনিকের ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। রোগী আত্মীয়-স্বজনদের দীর্ঘদিনের সমস্যা ছিল যে পুরাতন হাসপাতাল থেকে নতুন হাসপাতালে যেতে হলে অনেকটা সময় লাগত এবং তা ছাড়াও গরমের তাপদাহ উপেক্ষা – ঝড়-বৃষ্টি উপেক্ষা করে।
রোগীরা চিকিৎসার জন্য যেতে হতো এই বিল্ডিং থেকেও বিল্ডিংয়ে যাওয়ার সময় অনেক অসুবিধার মধ্যে পড়তে হত। সেই সমস্যার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি সহযোগিতায় ও দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণিসম্পদের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র প্রচেষ্টায় পঞ্চাশ অর্থ কমিশনের আর্থিক সহযোগিতায় বারুইপুর হাসপাতালে এই শেড টি নির্মিত করা হলো। এ নিয়ে কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বলেন বারুইপুর হাসপাতাল আমাদের কাছে গর্বের বিষয় সেই হাসপাতালে পরিকাঠামা উন্নয়ন করার জন্য দায় আমাদের। বারইপুর হাসপাতাল নতুন বিল্ডিং ছাড়া লাইট জল সেটের ব্যবস্থা করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে কর্মাধ্যক্ষ হওয়ার পর। বারুইপুর মহকুমার হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার শ্যামল চক্রবর্তী বলেন এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়ে যে বারুইপুরে হাসপাতালে অনেক অসুবিধা হতে শেড টির জন্য। এই শেড টিতে আমরা অত্যন্ত খুশি ধন্যবাদ জানাই বিমান বন্দ্যোপাধ্যায় ও জয়ন্ত ভদ্র মহাশয় কে।