রাজ্যের খবর

সর্বোচ্চ মূল্যের আমের ফলন বাংলায়,সুন্দরবনে ফলছে মিয়াজাকি আম

The highest value mango crop is in Bengal

The Truth of Bengal: সুন্দরবনের মাটিতে ফলছে মিয়াজাকি আম। এককেজি এই মিয়াজাকি আমের দাম কত জানেন। অন্ততঃ২লক্ষ ৭৫হাজার টাকা। জাপানের এই স্বাস্থ্যকর ও উপকারি আম ফলিয়ে দিনবদলের আশায় রয়েছেন দ্বারিকনগরের কৃষক সুমিত বরণ বেরা। পরীক্ষামূলক এই চাষ সফল হলে আগামীদিনে আরও নামীদামী ফল চাষ করতে চান তিনি।

শুরুটা হয়েছিল একেবারে সাধারণ ভাবে। ধীরে ধীরে তা বৃহৎ আকার নিয়েছে। ১৫ বছরে হাইটেক নার্সারিতে পরিণত হয়েছে। গাছের প্রতি ভালোবাসা থেকে এক পা এক পা এগিয়েছেন। এখন একটা বড় নার্সারির মালিক দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার দ্বারিকনগরের বাসিন্দা সুমিতবরণ। ৪৬ বছর বয়সের সুমিতবরণ বেরা ছোটবেলা থেকে গাছ ভালোবাসেন। এবার তিনি পৃথিবীর সর্বোচ্চ দামে বিক্রি মিয়াজাকি আম ফলিয়ে তাক লাগালেন। এসবের মধ্যে ও তিনি আমগাছ লাগিয়ে তাকে লাগিয়েছেন। আড়াইশোর বেশি আমগাছ রয়েছে তার বাগানে। তার গাছ প্রীতি স্বীকৃতি পেয়েছে। তার সমাদর বেড়েছে নানা মহলে। পুরস্কারের ঝুলি তার উপচে পড়ছে ।

বর্তমানে নামখানা ব্লকের একমাত্র হাইটেক নার্সারি এটি। নাম দিয়েছেন দি রামকৃষ্ণ হাইটেক নার্সারি। সুমিতের কথায়, এই নার্সারিতে দেড় হাজারেরও বেশি চারাগাছ রয়েছে। এরমধ্যে তিনশোর বেশি প্রজাতির  ফুল ও এক হাজারের বেশি প্রজাতির ফলগাছ রয়েছে । বর্তমানে যে সব উন্নত মানের প্রজাতির ফুল ও ফল গাছ রয়েছে, তার প্রত্যেকটি এখানে পাওয়া যায়। এই নার্সারির বিশেষত্ব হল, প্রত্যেকটি ফুল ও ফল গাছ প্রথমে এই নার্সারিতে পরীক্ষা করা হয়। পরীক্ষমূলকভাবে সফল হলে তবেই তা বাজারে বিক্রি করা হয়। এই নার্সারির প্রত্যেকটি গাছ সুন্দরবন এলাকায় লাগানো যাবে। এই নার্সারিতে পৃথিবীর সবথেকে দামি আম মিয়াজাকি পাওয়া যায়। এছাড়াও এলডন, সিসি ম্যাংগো, চিলিম্যাংগো প্রজাতির আমও পাওয়া যায়। ফুলের মধ্যে বোগেনভেলিয়া, সানস্টোন হোয়াইট প্রভৃতি প্রজাতির গাছ পাওয়া যায়। নানান পুরস্কার পেয়ে এখানেই থামছেননা না সুমিত বরণ। নানান গাছের পরীক্ষা মূলক চেষ্টাও চলছে তার।

Related Articles