মাছ ধরাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা
Tensions on India-Bangladesh border over fishing

Truth of Bengal: মাছ ধরাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। কোচবিহারের সিতাই ব্লকের পশ্চিম চামটা এলাকার ঘটনা। ভারতীয় ভূখণ্ড থেকে প্রবাহিত গিরিধারী নদীতে সীমান্তের জিরো লাইনে এসে মাছ ধরছিলেন বাংলাদেশের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের এক বাসিন্দা। ভারতীয় নাগরিকরা প্রতিবাদ করলে তাঁদের উপর চড়াও হয় ওই বাংলাদেশি।
পশ্চিম চামটা সীমান্তে আবারো উত্তেজনা। মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশী নাগরিক ও ভারতীয় নাগরিকদের মধ্যে বচসা ও হাতাহাতি। ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাই ব্লকের পশ্চিম চামটা এলাকায়।
জানা গিয়েছে, ভারতীয় ভূখণ্ড থেকে প্রবাহিত গিরিধারী নদীতে সীমান্তের জিরো লাইনে এসে মাছ ধরছিলেন বাংলাদেশের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের এক বাসিন্দা। সেই সময় ভারতীয় নাগরিকরা প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয় মাধব চন্দ্র নামের ওই বাংলাদেশি। উভয়ের মধ্যে বচসা এবং হাতাহাতি বাঁধে। এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে বিএসএফের ৭৮ নম্বর ব্যাটেলিয়ন এবং বিজিবির ১৫ নম্বর ব্যাটেলিয়ন এর মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সমস্যা নিষ্পত্তি করা হয়।