রাজ্যের খবর
ট্যাংরার ছায়া বীরভূমে! উদ্ধার মহিলা-সহ দুই শিশুর রক্তাক্ত দেহ
Tangra's shadow in Birbhum! Bloody bodies of a woman and two children rescued

Truth Of Bengal: ট্যাংরার কাণ্ডের ঘটনার মাঝে সামনে এল আরও এক হাড়হিম করা ঘটনা। বীরভূমের মহম্মদবাজারে তিন জনের নৃশংস খুন! একই পরিবারের তিনজনের নলিকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই নৃশংস ঘটনায় বছর ২৫-এর লক্ষী মার্ডি, ১০ বছরের রুপালি মার্ডি ও ৫ বছরের অভিজিৎ মার্ডি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, মৃত লক্ষী মাড্ডির স্বামী লালু মাড্ডি দুর্গাপুরে কাজ করেন। এদিন সকালে প্রতিবেশীরা তাঁদের বাড়িতে মহিলা-সহ দুই শিশুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে ঘরের মধ্যে। তারপরই পুলিশকে খবর দেয় স্থানীয়রা। কী কারণে এই তিনজনের মৃত্যু তা খতিয়ে দেখছে মহম্মদবাজার থানার পুলিশ। এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করেছে মহম্মদবাজার থানার পুলিশ।