আর জি কর কাণ্ডের প্রতিবাদে বীরভূমে SUCI এর ধর্মঘট কর্মসূচি
SUCI's strike program in Birbhum against RG Kar case

Truth Of Bengal : আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে ও “রাত জাগো” কর্মসূচিতে আর জি কর হাসপাতালে দুষ্কৃতী তাান্ডবের প্রতিবাদে SUCI এর ডাকা ধর্মঘটে মিশ্র প্রভাব বীরভূমের সিউড়ি সহ জেলা জুড়ে। সিউড়িতে সকাল থেকেই বন্ধ বেসরকারি বাস পরিষেবা, যদিও অন্যান্য দিনের মতো চলছে সরকারি বাস। এখনো পর্যন্ত রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অন্যান্য দিনের থেকে কম।অন্যদিকে রামপুরহাটে কয়েকটি রুটে বেসরকারি বাস চলছে।
প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজে নিহত চিকিৎসকের পানিহাটির বাড়িতে বৃহস্পতিবার গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের মধ্যে ছিল সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর।
সিবিআই সূত্রে খবর, আধিকারিকেরা ইতিমধ্যেই নির্যাতিতার ডায়েরি, নোটবুক, বইপত্র খতিয়ে দেখেছেন। পানিহাটির বাড়ি থেকে বেরিয়ে এই নিয়ে আপাতত কিছু জানাতে চাননি উচ্চপদস্থ আধিকারিকেরা। তবে সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর জানিয়েছেন, “তদন্ত চলছে। অভিভাবকের বয়ান নেওয়া হয়েছে। বুধবারের পর বৃহস্পতিবার সিবিআই আবার আরজি কর মেডিক্যাল কলেজেও গিয়েছিল। তবে তদন্ত এখনও চলছে। পরবর্তীকালে আরও কোনো তথ্য জানা গেলে নিশ্চয়ই জানাবো”।