রাজ্যের খবর

পাশ করানোর দাবিতে স্কুলে বিক্ষোভ অকৃতকার্য ছাত্রী ও অভিভাবকদের

Students and parents protest

The Truth of Bengal: বসিরহাটের হাড়োয়া শফিক আহমেদ গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪ জন ছাত্রী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে পুনরায় পাশ করিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই মুহূর্তে ৪৫ জন ছাত্রী অকৃতকার্য রয়েছে। তাদের দাবি, অবিলম্বে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে। সেই দাবি নিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রী এবং অভিভাবকরা।

স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন, ঐ ছাত্রীরা অধিকাংশ বিষয়েই পাশ করতে পারেননি। তাদের মধ্যে কেউ পাঁচটা বিষয়ে অকৃতকার্য হয়েছে। তাই তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদেরকে পাশ করানো হয়নি।

স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনার পর অভিভাবকরা জানান, তারা তাদের সন্তানদের পাশ করানোর দায়িত্ব নিতে রাজি আছেন। যদি স্কুল কর্তৃপক্ষ তাদের সন্তানদেরকে পাশ করানোর জন্য সম্মতি দেয় তাহলে তারা তাদের সন্তানদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানান।

Related Articles