রাজ্যের খবর

হলদিয়া- মেচেদা জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ৪, আহত ১

Some people have died when car rams into tree and falls in pond on the way to Digha

Truth Of Bengal : শনিবার রাতে মেচেদা থেকে একটি চার চাকা গাড়ি, দীঘার দিকে যাওয়ার পথে হলদিয়া মেছেদা জাতীয় সড়কের তমলুক থানার ভান্ডারবেড়িয়ার কাছে তিনজন সাইকেল আরোহী কে ধাক্কা মেরে একটি গাছে ধাক্কা মারার পরে উল্টে যায় নয়ন জুলিতে। এতটাই গাড়ির গতিবেগ ছিল গাছটিতে ধাক্কা মারার পরে গাড়ির ইঞ্জিন খুলে বেরিয়ে যায়। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। দুজন স্থানীয় পথচারী, একজন গাড়িতে থাকা মহিলা। আরো একজন গাড়ির মধ্যে আটকে রয়েছে তাকে বের করানো যাচ্ছে না।

ঘটনাস্থলে ছুটে আসে তমলুক থানার পুলিশ। গাড়িটিকে উদ্ধার করে তমলুক থানায় নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তিকে তাম্রলিত গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। চারটি মৃতদেহকে ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।। তবে স্থানীয় ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম রাজেন্দ্র সামন্ত আরেকজনের নাম প্রশান্ত রায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

Related Articles