রাজ্যের খবর
দার্জিলিং এর সান্দাকফুতে তুষারপাত, খুশি পর্যটকরা
Snow falls at Sandakphu in Darjeeling, happy tourists

The Truth Of Bengal, বিশ্বজিৎ সরকার, শিলিগুড়ি:- দার্জিলিংএর সান্দাকফুতে তুষারপাত খুশি পর্যটকরা। জানা গিয়েছে মঙ্গলবার রাত থেকে সান্দাকফুতে তুষারপাত। যার ফলে গোটা এলাকায় বাড়ি থেকে শুরু করে রাস্তা ঘাট বরফের চাদরে ঢেকে যায়।
অপরদিকে তুষারপাত শুরু হতেই খুশিতে মেতে উঠেন পর্যটকরা। বুধবার সান্দাকফুর তাপমাত্রা মাইনাস ডিগ্রির কাছে ঘোরাফেরা করছে। এদিকে শহর শিলিগুড়ি ও তার পার্শবতী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। অপরদিকে সান্দাকফুতে তুষারপাত। বলাই যায় আরও বেশি করে পাহাড়মুখি হচ্ছেন পর্যটকরা।