কোচবিহারে এসএসসি দুর্নীতি নিয়ে এসএফআই-ডিআওয়াইএফআই এর বিক্ষোভ
SFI-DYFI protest against SSC corruption in Cooch Behar

Truth Of Bengal: রাজ্যে এস এস সি প্যানেল বাতিলের জেরে প্রায় ২৬,০০০ শিক্ষক চাকরি হারানোর প্রতিবাদে উত্তাল কোচবিহার। দিনের শুরুতেই কোচবিহার জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করেন সংগঠনের কর্মী-সমর্থকেরা। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করার পর তারা কাচারি মোর এলাকায় পৌঁছে পথ অবরোধ করেন। বিক্ষোভকারীরা সেখানে জোরালো স্লোগান তোলেন।
বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভ কারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় তর্কাতর্কি এবং ধাক্কা ধাক্কি। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পুলিশ হস্তক্ষেপ করে এবং অবরোধ কারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। শেষ পর্যন্ত পুলিশি হস্ত ক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন প্রান্তেই এসএসসি দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ চলছে। এই আন্দলনের আঁচ ক্রমশই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ছে। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হলে আন্দোলন আরও জোরদার হবে।