
Truth Of Bengal:অস্ত্র মামলায় অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকে। অভিযুক্ত ওই প্রাক্তন পঞ্চায়েত সদস্যের নাম মুজিবর রহমান। অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে পুলিশকে ঘিরে ধরে গ্রামবাসীরা। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। এই সুযোগে পালিয়ে যাই অভিযুক্ত মুজিবর। তাকে তাড়া করে ধরার চেষ্টা করে পুলিশ। কিন্তু ধরা সম্ভব হয়নি। কার্যত পুলিশের হাত থেকে গ্রামবাসীরা ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তকে। এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ। অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অপরাধে ১১ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো যারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চলছে।
কালিকাপুরে আসামি ছিনতাই, গ্রেফতার ১১ pic.twitter.com/hjAYqv97dw
— TOB DIGITAL (@DigitalTob) March 1, 2025
অভিযুক্তকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলতে গিয়ে চরম উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার কালিকাপুরে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে প্রিয়জন ভ্যানে তোলার সময় পুলিশকে বাধা দেওয়া হয়। আসামিকে কার্যত ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির লোকজন পুলিশকে ঘিরে ধরে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। অভিযুক্তকে ছিনতায়ের চেষ্টা করে যারা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে। ঘটনাস্থল থেকে আটক করা হয় ১১ জনকে। পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশের শীর্ষ কর্তারা কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় আসামিকে ছিনতাই করতে যারা এগিয়ে এসেছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে পুলিশ।