রাজ্যের খবর

গরু পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ৩ দুষ্কৃতী

North Dinajpur

The Truth of Bengal: শীতের রাতে গরু পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় গ্রামবাসীদের হাতে ধরা পরল তিন দুষ্কৃতী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ এলাকায়। এই দিন জানা যায় সোমবার রাত ৯টার সময় কিছু দুষ্কৃতী গ্রামের উপর দিয়ে গরু নিয়ে যাচ্ছিল।

হঠাৎ সোমবার রাতে গ্রামের উপর দিয়ে গরু যেতে দেখে গ্রামবাসীরা চোর চোর বলে চিৎকার করে। যারা গরু নিয়ে যাচ্ছিল তারা গরু ছেড়ে পালিয়ে যাই এবং তাদের মধ্যে তিনজনকে ধরে রাখে গ্রামের মানুষ। সাথে চারটা গরু আটকে রাখছে গ্রামবাসীরা। পরের দিন সকালে গ্রামবাসীরা জানান তাদের মাঠের ফসলের উপর দিয়ে গরু নিয়ে যাচ্ছিল। মাঠের ফসল সব নষ্ট করে দিয়েছে।

এই ঘটনা জানাজানি হতে এলাকায় শোরগোল পড়ে যায়। ঘটনার খবর দেওয়া হয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশকে, পুলিশ এসে গরুসহ তিনজনকে আটক করে। পুরো ঘটনার ঘটনার তদন্ত শুরু করছে ইসলামপুর থানার রামগঞ্জ ফারির পুলিশ।

Free Access

Related Articles