রাজ্যের খবর
প্রাক্তন সৈনিক বোর্ডের শহীদ দিবস পালন দক্ষিণ দিনাজপুরের হিলিতে
District Ex-Servicemen Board Martyrs' Day celebration at Heli in South Dinajpur

Truth Of Bengal: ৭১ এর বাংলাদেশের স্বাধীনতায়, ভারত পাকিস্তান যুদ্ধে মৃত সৈনিকদের স্মৃতিতে দক্ষিণ দিনাজপুরের হিলিতে শহীদ দিবস পালন জেলা প্রাক্তন সৈনিক বোর্ডের। ১২ই ডিসেম্বর ১৯৭১ সালে ওই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ৪৬৮ শহীদ সেনাকে গণদাহ করা হয় হিলি ফুটবল মাঠে।
সেইসব শহীদদের স্মৃতিতে প্রতিবছর হিলি ফুটবল মাঠে শহীদদের স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য প্রদান করে শহীদ দিবস পালন করে সেনাবাহিনীর ২০২ ব্যাটেলিয়ান এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রাক্তন সৈনিক বোর্ড।
এদিনের শহীদ দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা, ২০২ মাউন্টেন ব্যাটেলিয়নের সেনা আধিকারিক এবং বিভিন্ন স্কুলের এনসিসি ক্যাডার ও ছাত্রছাত্রীরা। স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের পর ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান করে।