রাজ্যের খবর

ফেব্রুয়ারিতে শুরু মাধ্যমিক পরীক্ষা, নবম শ্রেণির রেজিষ্ট্রেশনের সংশোধনের মেয়াদ বাড়াল পর্ষদ

Madhyamik exams begin in February, board extends deadline for correction of class 9 registration

Truth Of Bengal: আগামী বছর ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে সম্প্রতি নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশনের সংশোধনের মেয়াদ বাড়াল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ১১ নভেম্বর অর্থাৎ রবিবার থেকেই রেজিষ্ট্রেশনের তথ্য সংশোধন করা যাবে। মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট www.wbbsedata.com মারফত রেজিষ্ট্রেশনের তথ্য সংশোধন করা যাবে।

গত বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে  প্রত্যেকটি স্কুলের প্রধানদের উদ্দেশ্যে পর্ষদের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট স্কুলের নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশনের জন্য যে তথ্য জমা দেওয়া হয়েছে তাতে কোনরকম সংশোধন করার প্রয়োজন হলে তা যেন সময়মত করে নেওয়া হয়। কোনও পড়ুয়ার এ ধরনের প্রয়োজনীয় নথি যদি ভুল থাকে তা’হলে সে ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় বসার সময় সমস্যা হতে পারে। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে তথ্য যাচাই করতে হবে। স্কুলগুলিকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। নবম শ্রেণির পড়ুয়াদের নাম, জন্মতারিখ, অভিভাবকদের নাম, ছবি, সইয়ের মতো রেজিষ্ট্রেশনের প্রয়োজনীয় তথ্য সংশোধন করা যাবে।

বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ১১ নভেম্বর সকাল ১১ টা থেকে ২০ নভেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত পর্ষদের ওয়েবসাইটে তথ্য যাচাই এবং পরিবর্তন করা যাবে। এরপর সেই সংশোধিত তথ্য স্কুলগুলিকে সংরক্ষিত করে রাখতে হবে। স্কুলগুলিকে পড়ুয়াদের তথ্য এডিট করার অনুমতি দিয়েছে পর্ষদ। পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখতে হবে। একবারই তথ্য যাচাইয়ের সময়সীমা পেরিয়ে গেলে তা আর পরবর্তীকালে পরিবর্তন করা যাবে না।