রাজ্যের খবর

মাটির সুরে নিজস্ব কায়দায় পথে পথে ছড়িয়ে দিচ্ছেন গণতন্ত্রের বাউল গান

He is spreading the song of democracy in his own way with the tune of the earth

The Truth of Bengal: ভোটে খুন,হানাহানি,বোমাবাজি নয়। শান্তিতে গণতন্ত্রের উত্সবে সামিল হন। এইকথা মাটির সুরে নিজস্ব কায়দায় পথে পথে ছড়িয়ে দিচ্ছেন স্বপন দত্ত। বর্ধমানের বাউল শিল্পে একের পর এক জেলা ছাড়িয়ে তিনি পৌঁছে গেছেন মালদায়। দেশের স্বার্থে নির্বাচন নিয়ে নিজের হাতে লেখা গান আমজনতার মধ্যে পৌঁছে দিতে পেরে অনেকটাই সন্তোষ প্রকাশ করছেন এই বাউল শিল্পী।

কমিশন বলছে নিজের ভোট নিজে দিন,সকাল সকাল ভোট দিন।গণতন্ত্রের উত্সবে শান্তিতে ভোট সবসময় কাম্য।কিন্তু  ভোট এলেই বহু মানুষ আশঙ্কায় ভোগেন,  নিজের ভোট নিজে দিতে পারবেন তো! হিংসা-হানাহানি কিংবা  রক্তপাতহীন    ভোটের পথ মসৃণ করতে কমিশন ব্যবস্থাও নিয়েছে।কিন্তু আমরা নাগরিকরাও যদি দায়িত্বশীল হই।সচেতনভাবে পছন্দমতো প্রার্থীদের বেছে নেওয়ার কাজে ব্রতী হই,তাহলে হিংসার ঠাঁই হবে না লোকতন্ত্রের আঙিনায়।একথা ভেবে  মানুষের মনের  ভয় দূর  হাতে একতারা, পায়ে ঘুঙুর, মুখে মাইক্রোফোন নিয়ে রাস্তায় রাস্তায় মাটির গানের মধ্য দিয়ে সন্ত্রাস-মুক্ত ভোটের  ডাক দিচ্ছেন বাউল শিল্পী স্বপন দত্ত বাউল।পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেড় এলাকার বাসিন্দা স্বপন দত্ত শুক্রবার বোলপুর শহরে হাজির হয়েছিলেন। এখানেও পথে পথে গান গেয়ে শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানান তিনি।

গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগেও তিনি নানুরে এসে শান্তির বার্তা দিয়ে গিয়েছিলেন। তাতে অবশ্য রাজনৈতিক হিংসা থামেনি। এ বারে লোকসভা নির্বাচনের আগে ফের একই বার্তা শোনা গেল ওই বাউল শিল্পীর মুখে। ইতিমধ্যে ১৫ – ১৬ টি জেলা ঘুরে বুধবার তিনি পৌঁছান মালদা জেলায়।  মালদা জেলা আদালত চত্বরে একতারা ও তবলা বাজিয়ে সাধারণ মানুষকে নির্বাচন নিয়ে সচেতন করতে গান শোনান শিল্পী স্বপন দত্ত বাউল। বাউল শিল্পীর এই শান্তির বার্তা সমাজজীবনে আলাদা ছাপ ফেলছে।অশান্তির প্রবণতা এই প্রচারের মাধ্যমে একেবারে থেমে যাক,চাইছেন ভোটাররাও।

Related Articles