রাজ্যের খবর

Free Eye Camp: স্কুল পড়ুয়াদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির, চশমাও মিলবে হাতে হাতে

বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের প্রায় এক হাজার ছাত্রের চোক্ষু পরিক্ষা করা হয়।

Truth of Bengal: ফাইনাল পরীক্ষার আগে স্কুল পড়ুয়াদের চোখের জ্যোতি ফেরাতে ২১ থেকে ২৬ শে জুলাই পর্যন্ত শহরের ১৩ টি স্কুলের প্রায় ৫ হাজার স্কুল পড়ুয়ার বিনামূল্যে চক্ষু পরীক্ষার উদ্যোগ গ্ৰহন করলো লায়ন্স ক্লাব অব অগ্ৰনী। বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের প্রায় এক হাজার ছাত্রের চোক্ষু পরিক্ষা করা হয়।এর আগে শহরের কাঞ্চননগর দিননাথ দাস উচ্চ বিদ্যালয়, রথতলা মনোহর দাশ শিক্ষা নিকেতনের ছাত্র ছাত্রীদের চক্ষু পরীক্ষা করা হয়। আগামী কাল বর্ধমান বিসিরোড় সি এম এস স্কুলের ছাত্রদের চক্ষু পরীক্ষা করা হবে বলে জানান লায়ন্স ক্লাব অব অগ্ৰনীর কর্ম কর্তারা (Free Eye Camp)।

আরও পড়ুন: West Bengal Teacher Recruitment: WBSSC-র নিয়োগে তুমুল সাড়া, শিক্ষক পদে আবেদন ছাড়াল ৫.৯ লক্ষ

তবে বর্ধমান লায়ন্স ক্লাব অব অগ্ৰনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের ভার প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কাজী আবুল হক। তিনি বলেন বর্ধমান লায়ন্স ক্লাব অব অগ্ৰনী এর আগেও স্কুল পড়ুয়াদের নিয়ে বিনামূল্যে এই ধরনের চক্ষু পরীক্ষা করে তাদের চশমার ব্যবস্থা করেছেন।ফের আজ আবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা কর হলো। বর্ধমান লায়ন্স ক্লাব অব অগ্ৰনীর প্রেসিডেন্ট বিশ্বজিৎ রায় বলেন অনেক সময় ছাত্র ছাত্রীরা জানেনা তাদের চোখের অবস্থা কেমন আছে।আমরা তাদের চোখের চিকিৎসা করে তাদের চোখের সমস্যার বিষয়ে জানিয়ে দি (Free Eye Camp)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

যদি কোনো ছাত্র ছাত্রীর চশমার প্রয়োজন হয় তাহলে বিনামূল্যে আমরা চশমা প্রদান করে থাকি। বর্ধমান লায়ন্স ক্লাব অব অগ্ৰনীর পক্ষে বিপিন বিহারী ঘোষ বলেন আমরা লক্ষ করে দেখেছি যে পিছনের সিটের পড়ুয়াদের ব্লাক বোর্ড দেখতে সমস্য হয়। ঠিক মতো দেখতে পায়না। তাই তাদের চোখের পরীক্ষা করে জানা যায় যে চোখের কোনো সমস্যা আছে নাকি। যদি সমস্যা থেকে থাকে তাহলে তাদের সু চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক প্রতাপ বেড়া বলেন মোবাইল দেখার ফলে শিশুদের চোখের ক্ষতি হচ্ছে। চোখের জ্যোতি ঠিক রাখতে শাকসবজি খাওয়ার দরকার আছে (Free Eye Camp)।

Related Articles