রাজ্যের খবর

মিষ্টির দোকানে হানা খাদ্য দফতরের, উদ্ধার মেয়াদ উত্তীর্ণ সামগ্রী

Food department raids sweet shop, recovers expired goods

Truth Of Bengal: সিউড়ির একাধিক মিষ্টির দোকানে হানা খাদ্য দফতরের। উদ্ধার একাধিক পচা মোরব্বা। এছাড়াও বিভিন্ন হোটেল থেকে উদ্ধার করা হয় মেয়াদ উত্তীর্ণ সামগ্রী।

মঙ্গলবার সকাল থেকেই সিউড়ি শহরের এই অভিযান চালায় খাদ্য দপ্তরের আধিকারিকরা। সিউড়ি শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলগুলিতে নানান অভিযোগ ওঠে বিভিন্ন সময়। সেই অভিযোগ খতিয়ে দেখতেই উদ্ধার হয় একাধিক পচা মোরব্বা, নিষিদ্ধ রং ও মেয়াদ উত্তীর্ণ খাবারের সামগ্রী।

বেশ কয়েকদিন ধরে খাদ্য দপ্তরের আধিকারিকদের বিভিন্ন হোটেল থেকে রেস্তোরা সহ একাধিক খাবারের দোকানে হানা দিতে দেখা গিয়েছিল। সেই মতন মঙ্গলবার সিউড়ির বিভিন্ন স্বনামধন্য মিষ্টির দোকানগুলিতে হানা দিতে দেখা গেল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর আধিকারিকদের। তবে খাদ্য দপ্তরের বিভিন্ন দোকানে হানাতে অনেকটাই সুস্থ পরিবেশে সুস্বাস্থ্যকর খাবার পাবে বলে আশা খেতে আসা সেই সকল মানুষজন। এই হানা পরবর্তী ক্ষেত্রেও চলবে বলে জানানো হয়েছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে।

Related Articles